X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

খুলনা টাইটানসে যোগ দিলেন জুনায়েদ-ইরফান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ১৫:৩১আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৯:৪৯

খুলনা টাইটানসের অনুশীলনে জুনায়েদ ও ইরফান (বাঁয়ে)। ছবি-মাইনূর ইসলাম মানিক খুলনা টাইটানসের গুরুত্বপূর্ণ অস্ত্র জুনায়েদ খান। অথচ পাকিস্তানের ঘরোয়া লিগের বাধ্যবাধকতায় তাকে ছাড়াই এবার বিপিএল মিশন শুরু করে খুলনা।  তাতে অবশ্য খুব বেশি সমস্যা হয়নি পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে থাকা দলটির।  সেই জুনায়েদ খান অবশেষে যোগ দিয়েছেন দলের সঙ্গে।  রবিবার রাতে ঢাকায় আসেন ২৪ বছর বয়সী এই পেসার। তার সঙ্গে এসেছেন আরেক পাকিস্তানি লেগস্পিনার মোহাম্মদ ইরফান। পাকিস্তানের জাতীয় দলে খেলা না হলেও ঘরোয়া ক্রিকেটে খেলছেন এই লেগ স্পিনার।  গত আসরে খুলনার তৃতীয় হওয়ার পেছনে পেসার জুনায়েদ খানের অবদান ছিল উল্লেখ করার মতো। গত আসরে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার ছিলেন তিনি।

অবশ্য এবার পাকিস্তানি লেগস্পিনার ইরফানকে পেয়েও উচ্ছ্বসিত খুলনা টাইটানসের পরামর্শক হাবিবুল বাশার সুমন। তার প্রশংসা করে হাবিবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শুনেছি ছেলেটা দারুণ বোলিং করে। আজকেই মাত্র অনুশীলন করলো। হয়তো তাকে আমরা সামনে ব্যবহার করবো।’

এদিকে আবার খুলনা টাইটানসে ফিরে বেশ হাসি-খুশিই দেখা গেলো জুনায়েদকে। পুরনো সতীর্থদের পেয়ে খানিকটা আড্ডায় কেটেছে তার সময়। কেমন আছেন? চাপটা কি বেশি? এমন প্রশ্নে জুনায়েদ এক গাল হেসে উত্তর দিলেন, ‘দারুণ লাগছে। বিপিএলতো চমৎকার টুর্নামেন্ট। এবারও দারুণ কিছু হবে।’

দলের সঙ্গে যোগ দিয়ে প্রথম দিনে কঠোর অনুশীলন করেছেন জুনায়েদ খান। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটানস মুখোমুখি হবে রাজশাহী কিংসের বিপক্ষে। এই ম্যাচে জুনায়েদের খেলার সম্ভাবনা ক্ষীণই বলা চলে! কেননা দেশি পেসাররা আক্রমণের দায়িত্ব পালন করছে। ব্র্যাথওয়েট ব্যাটিংটা ভালো করছেন বলে তার বাদ পড়ার সম্ভাবনা খুব কম। তবে স্পিনার আকিলা ধনাঞ্জয়াকে বসালে জুনায়েদের খেলার সুযোগ তৈরি হতে পারে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
ক্লাস চলাকালে অসুস্থ ৩৫ শিক্ষার্থী, স্কুল ছুটি ঘোষণা
ক্লাস চলাকালে অসুস্থ ৩৫ শিক্ষার্থী, স্কুল ছুটি ঘোষণা
১১ দিন পর করোনায় আবারও মৃত্যু
১১ দিন পর করোনায় আবারও মৃত্যু
ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে, আশা স্বাস্থ্যমন্ত্রীর
ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে, আশা স্বাস্থ্যমন্ত্রীর
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার