X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘সিনিয়রদের সঙ্গে হাথুরুসিংহের কোনও সমস্যা নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ১৭:৪৮আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৭:৫৩

হাথুরুসিংহেকে মিস করবেন মাহমুদউল্লাহ হঠাৎ কেন পদত্যাগ করলেন চন্ডিকা হাথুরুসিংহে? উত্তর খোঁজার চেষ্টায় দেশের ক্রিকেটপ্রেমীরা। কারও কারও ধারণা, সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বের কারণে বাংলাদেশের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার। মাহমুদউল্লাহ অবশ্য এমন ধারণা উড়িয়ে দিচ্ছেন।

সোমবার প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সাহায্য সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) শুভেচ্ছাদূত হয়েছেন মাহমুদউল্লাহ। রাজধানীর এক হোটেলে চুক্তি স্বাক্ষর শেষে তিনি বলেছেন, ‘সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে চন্ডিকা হাথুরুসিংহের সম্পর্ক ভালো না থাকার  কথা ভিত্তিহীন। উনার সঙ্গে সবার সম্পর্ক সব সময়ই ভালো ছিল। একটি পরিবারের ভেতরে অনেক কিছু হতে পারে। ভিত্তিহীন কথায় কান না দিয়ে দেশের ক্রিকেটের ভালোর জন্য সবার কাজ করা উচিত।’

২০১৪ সালে হাথুরুসিংহে কোচের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য পেয়েছে। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল আর চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে ওঠা, ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজ আর অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে টেস্টে হারানোর মতো দুর্দান্ত সাফল্য এসেছে তার অধীনেই। হাথুরুসিংহের কোচিংয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয় নম্বরেও উঠেছিল (এখন অবশ্য সাত নম্বরে) টাইগাররা।

বাংলাদেশের ক্রিকেটে বিশাল অবদান রাখায় শ্রীলঙ্কান কোচকে ধন্যবাদ দিলেন মাহমুদউল্লাহ, ‘তিনি সব সময় বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য চেষ্টা করেছেন, তরুণ আর সিনিয়র সব ক্রিকেটারকে অনেক সাহায্য করেছেন।’

হাথুরুসিংহকে নিয়ে বিসিবি এখনও ধোঁয়াশার মধ্যে। অনুরোধে সাড়া দিয়ে শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন কিনা, জানা নেই ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের একটি সূত্র অবশ্য জানিয়েছে, স্বদেশের কোচ হতে মৌখিক সম্মতি দিয়েছেন হাথুরুসিংহে। আগামী সপ্তাহেই নাকি তার চুক্তিপত্রে সই করার কথা!

শেষ পর্যন্ত হাথুরুসিংহে না এলে তাকে মিস করবেন বলেই জানালেন বিপিএলে খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘এ মুহূর্তে তাকে নিয়ে মন্তব্য করা কঠিন।  আমার উন্নতির পেছনে উনার অনেক অবদান ছিল। অবশ্যই তাকে মিস করবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন