X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

লিটনকে তামিমের পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ২০:৫১আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২০:৫১

লিটনকে তামিমের পরামর্শ প্রতিভার স্বাক্ষর রেখেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন লিটন দাস। কিন্তু জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই নিজেকে হারিয়ে ফেলেছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। গেল দুই বছর ধরে বিচ্ছিন্নভাবে কয়েকটি ইনিংস ভালো খেললেও ঘরোয়া ক্রিকেটের সেই লিটনকে আর দেখা যায়নি। জাতীয় দলে ঢোকার পর জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ, বিপিএল- সবখানেই ব্যর্থ তিনি। বিষয়টি নাড়া দিচ্ছে তার কুমিল্লা ভিক্টোরিয়ানস সতীর্থ তামিম ইকবালকে।

চলতি বিপিএলে সবগুলো ম্যাচে তার ইনিংসগুলো দেখলে তার বাজে পারফরম্যান্স পরিষ্কার হয়ে উঠবে। ২১, ২৩, ২৩, ২১, ১১ ও ০- বিপিএলের ৬ ম্যাচে লিটনের রান। তবে রানের চেয়ে তার আউট হওয়ার ধরন নিয়েই প্রশ্নটা বেশি উঠছে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও দেশের জার্সি গায়ে তার আউটের ধরনগুলো ছিল দৃষ্টিকটু।

বিপিএলের এই আসরে তামিমের দল কুমিল্লাতে খেলছেন লিটন। খুব কাছ থেকেই এই সতীর্থের ব্যাটিং দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি ওপেনার। সোমবারের ম্যাচে তার সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন লিটন। তিনটি বল খেলে রানের খাতা না খুলেই বাজে শটে বোল্ড হয়েছেন এই তরুণ।

লিটনের ব্যাপারে প্রশ্ন করতেই নড়েচড়ে বসলেন তামিম। সতীর্থকে পরামর্শ দিয়ে বলেছেন, ‘ওকে আন্তরিকভাবে নিজের খেলা নিয়ে চিন্তা করতে হবে। আমরা সবাই জানি লিটন তুখোড় খেলোয়াড়। ওর অনেক কিছু করার সামর্থ্য আছে। তবে শুরুতে যদি ওভাবে আউট হয়, তাহলে চাপ বেড়ে যায়। দলের জন্যও সমস্যা এটা।’

পরবর্তী ম্যাচে লিটন তার ভুলগুলো শোধরাবেন আশা তামিমের, ‘আমি আশা করব, পরে সুযোগ পেলে সে ভুলগুলো শুধরে নেবে। এই ধরনের ফরম্যাটে ভালো শুরু করাটা কঠিন। কিন্তু সেটা পেলে ৪০-৫০-৬০ করা উচিত। আশা করি সে ব্যাপারটা ঠিকঠাক করে নেবে।’

কুমিল্লার জয়ের পেছনে শোয়েব মালিকের কৃতিত্ব অনেকখানি। চাপের মুহূর্তে ৫৩ বল খেলে ৫৪ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে অধিনায়কের প্রশংসা কুড়িয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার, ‘তার (মালিক) কাছ থেকে আমি এমনটাই আশা করি। আসলে টি-টোয়েন্টি যে খালি ছয়-চার মেরেই যে ম্যাচ জিততে হবে, সেটা নয়। এভাবে ধীরস্থির খেলেও কিন্তু জেতানো যায়।’

অবশ্য দলের জয়ে পুরো কৃতিত্ব মালিককে দিতে চান না তামিম। শুরুতেই ঢাকার ব্যাটিং লাইনআপ ধ্বংস করে দেওয়া হাসান আলীর কথাও ভুলে যাননি কুমিল্লার অধিনায়ক। ৩.৩ ওভারে ২০ রান খরচায় পাকিস্তানের এই পেসার তুলে নেন পাঁচটি উইকেট। হাসানের প্রশংসা করে তামিম বলেছেন, ‘হাসান আলি দারুণ বোলিং করেছে। পাঁচ উইকেটের সবগুলোতেই ব্যাটসম্যানদের বোল্ড হতে হয়েছে। আমার মনে হয় না আর কেউ এটা করেছে। সে খুব সাদামাটা বল করেছে।’

৬ ম্যাচের পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে কুমিল্লা। তবে এখনও নির্ভার হতে চান না তামিম। অন্তত আরও দুটি ম্যাচ জিতে স্বস্তিতে থাকতে চান, ‘খেলাটা এমনই। ১২ থেকে ১৪ পয়েন্ট না পাওয়া পর্যন্ত স্বস্তিতে থাকার সুযোগ নাই। এখন আমাদের ১০ পয়েন্ট। আমাদের এই চারটা পয়েন্ট নিতে হবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট