X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্রাইজমানি নিয়ে গ্র্যান্ডমাস্টার নিয়াজের ক্ষোভ

তানজীম আহমেদ
২০ নভেম্বর ২০১৭, ২২:২০আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২২:২০

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ জাতীয় দাবার ৪৩তম আসর শুরু হচ্ছে মঙ্গলবার। তবে নিয়াজ মোর্শেদ অংশ নিচ্ছেন না এবারের প্রতিযোগিতায়। ক্ষুব্ধ হয়েই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার।

জাতীয় দাবার মোট বাজেট ছয় লাখ ৯৫ হাজার টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন ৫০ হাজার, রানার-আপ ৩০ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ২০ হাজার টাকা। অন্যদের জন্যও আর্থিক পুরস্কার আছে।

নিয়াজ মোর্শেদ অবশ্য এই পুরস্কার নিয়ে একদমই সন্তুষ্ট নন। সোমবার বাংলা ট্রিবিউনকে ক্ষোভের সঙ্গে তিনি বললেন, ‘ফেডারেশনে এলে অনেক সময় নষ্ট হয়, আর রিটার্ন কিছু পাওয়া যায় না। তাছাড়া জাতীয় দাবা আর আমাকে টানে না। যে টাকা দেওয়া হয় তাতে আমার গাড়ির তেলের পয়সাও হয় না। প্রাইজমানি মাত্র ১০-২০ হাজার টাকা! বর্তমানে দারোয়ানরাও এর চেয়ে বেশি টাকা পায়।’

ফেডারেশনের অব্যবস্থাপনায় হতাশ এই দাবা তারকা, ‘কোনও কিছুরই উন্নতি হচ্ছে না। জাতীয় আসরে খেলতে হলে ১৫ দিন উত্তরা থেকে আসা-যাওয়া করতে হবে। কারণ ফেডারেশন থাকার কোনও ব্যবস্থা করেনি। ভেন্যুরও পরিবর্তন হয়নি, আগের মতোই আছে। পরিবেশের উন্নতি না হলে কীভাবে খেলবো! একটা বাথরুমও ঠিক নেই। উত্তরা থেকে এসে খেলা সম্ভব নয়। থাকার জায়গা দিলে ভেবে দেখা যেতো। ১৫ দিন ধরে জাতীয় আসরে খেললে আমার সময়ই নষ্ট হবে শুধু। তাছাড়া বয়সও হয়ে গেছে। ২০ বছর বয়স হলে সম্ভব ছিল।’

অভিমান করে ঘরোয়া দাবা থেকে দূরে আছেন কিনা এমন প্রশ্নে ৫১ বছর বয়সী  নিয়াজ বললেন, ‘অভিমানের কিছু নেই। একটা পর্যায়ে এসে মানুষ এসব ভাববেই। অল্প বয়সে হয়তো ১০০ কিলোমিটার দূরে গিয়েও খেলতে পারতাম। আসলে আমাদের দাবার আর উন্নতি হলো না। বরং পরিস্থিতি খারাপ হচ্ছে দিন দিন। বছরের পর বছর একই কুমিরের বাচ্চার মতো সব দেখিয়ে যাচ্ছে ফেডারেশন। তবে আমি খেলাও ছাড়বো না, সংগঠকও হবো না। জাতীয় দাবায় হয়তো খেলবো না, কিন্তু আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিত খেলবো। লিগে খেলছি, তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছি। ভারতেও কোচিং করাই।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি