X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গেইল ঝড়ের পর সাকিবের স্পিন জাদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ১৯:৫০আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৯:৫৫

সাকিব পেয়েছেন ৫ উইকেট আগের ম্যাচে হাফসেঞ্চুরি করলেও ইনিংসটা ঠিক গেইল-সুলভ ছিল না। ৩৯ বলে করেছিলেন ৫০ রান। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শুরুটা ধীরগতির হলেও পাওয়া গেল ‘আসল’ গেইলকে। ঝোড়ো ব্যাটিংয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যান পেলেন টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। গেইল-ঝড়ের পরও রংপুর রাইডার্সের স্কোর বেশিদূর যায়নি সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে। শেষ ওভারে এই স্পিনার ৫ বলে তুলে নেন ৩ উইকেট, সঙ্গে আছে একটি রান আউটও। যাতে ১৯.৫ ওভারে অলআউট হওয়া রংপুর স্কোরে জমা করতে পারে ১৪২ রান।

৭ রানেই আউট হয়ে যেতে পারতেন গেইল। সুনিল নারিনের বল ব্যাটের কানায় লেগে বাতাসে ভাসতে ভাসতে যায় শর্ট থার্ডম্যানে থাকা আবু হায়দার রনির কাছে। যদিও সহজ ক্যাচটা বের হয়ে যায় তার হাত ফসকে। দ্বিতীয় ‘জীবন’ পেয়ে গেইল হয়ে ওঠেন ভয়ঙ্কর। শেষ পর্যন্ত ওই আবু হায়দারের হাতে ধরা পড়ার আগে গেইল খেলে যান ২৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস। ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় বাঁহাতি ব্যাটসম্যান পান টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি।

গেইলের ইনিংস বাদ দিলে রংপুরের আর কোনও ব্যাটসম্যানই পারেননি সুবিধা করতে। সাকিব ৫ উইকেট তুলে নিলে ১ বল আগেই অলআউট হয়ে যায় মাশরাফিরা। ইনিংসের শেষ ওভারে উইকেট উৎসবে মাতা সাকিবের প্রথম বলে রান আউট হয়ে ফেরেন রবি বোপারা (১২)। পরের বলে এই অলরাউন্ডার ফেরান জিয়াউর রহমানকে (৪)। তৃতীয় বলে ১ রান দেওয়ার পর চতুর্থ ও পঞ্চম বলে পান সোহাগ গাজী (০) ও রুবেল হোসেনের (০) উইকেট। এর আগে মোহাম্মদ মিথুন (২২) ও শাহরিয়ার নাফীসের (৯) ফিরিয়ে সবমিলিয়ে ৩.৫ ওভারে মাত্র ১৬ রান খরচায় সাকিবের শিকার ৫ উইকেট।

সাকিবের আগে ঢাকার উইকেট উৎসবের শুরুটা করেছিলেন শহীদ আফ্রিদি। ব্রেন্ডন ম্যাককালামকে বোল্ড করে ফেরান ৬ রানে। এই অলরাউন্ডারের দ্বিতীয় শিকার মাশরাফি (১৫)।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া