X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খুলনাকে নিয়ে আলাদা করে ভাবছে না রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২৩ নভেম্বর ২০১৭, ১৮:২০আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৮:২০

অনুশীলনে মাশরাফিরা খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স দুই দলই টানা দুটি করে ম্যাচ জিতে পা রেখেছে চট্টগ্রামে। এই দল দুটির লড়াই দিয়েই আবার শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সবুজ গালিচায় গড়াবে উত্তেজনাকর ম্যাচটি। পয়েন্ট টেবিলে রংপুরের চেয়ে এগিয়ে খুলনা। ৭ ম্যাচে খুলনার পয়েন্ট ৯, আর তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা রংপুরের পয়েন্ট ৬। এরপরও খুলনাকে নিয়ে আলাদা কোনও পরিকল্পনা নেই রংপুর রাইডার্সের।

শুক্রবারের ম্যাচটিকে ‘সাধারণ’ এক ম্যাচের মতোই দেখছেন রংপুর পেসার রুবেল হোসেন। বৃহস্পতিবার অনুশীলন শুরু হওয়ার আগে সংবাদমাধ্যমের কাছে রুবেল বলেছেন, ‘আমরা সেভাবে কোনও পরিকল্পনা করিনি। ম্যাচ বাই ম্যাচ খেলব। প্রতিটি ম্যাচই জেতার জন্য নামব। সামনে কোন পজিশনে থাকব, সেটা নিয়ে চিন্তা করছি না। যদিও আমাদের লক্ষ্য অবশ্যই জয়।’

ঢাকায় শেষ দুটি ম্যাচে না জিতলে কঠিন পরিস্থিতিতে পড়তে হতো মাশরাফির রংপুর রাইডার্সকে। যেখানে শেষ ম্যাচটিতে স্বাগতিকরা ওভারের শেষ বলে নিশ্চিত করে জয়। শ্বাসরুদ্ধকর ম্যাচটি জিতে রংপুরের আত্মবিশ্বাসের পারদ ছুঁয়েছে আকাশ। রুবেল জানিয়েছেন তেমনটাই, ‘আমাদের আসলে জেতাটা দরকার ছিল। পরপর তিন ম্যাচ হেরে ব্যাকফুটে ছিলাম। শেষ পর্যন্ত আমরা ঘুরে দাঁড়িয়েছি। এই ধরনের ম্যাচ জেতায় আসলে সবার পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ ছিল। এই মুহূর্তে আমরা দারুণ আত্মবিশ্বাসী।’

শেষ ওভারে ঢাকার জয়ের জন্য দরকার ছিল ১০ রান। থিসারা পেরেরার করা ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন পোলার্ড। বাকি চার বলে শেষ দুই উইকেট হারালে ৩ রানে ম্যাচ জিতে নেয় রংপুর। শেষ ওভারে চমৎকার বোলিং করা পেরেরার প্রশংসা করে রুবেল বললেন, ‘খেয়াল করে দেখবেন সবাই ভালো বোলিং করেছে। এই ধরনের ছোট স্কোরে আসলে বাড়তি কিছু করতে হয়। বিশেষ করে শেষ ওভারে অসাধারণ বোলিং করেছে থিসারা পেরেরা। আর ভাগ্যটাও পক্ষে ছিল আমাদের।’

বুধবার চট্টগ্রামে এসে বৃহস্পতিবার দুপুরে অনুশীলন করেছে রংপুর। যদিও অধিনায়ক মাশরাফি ছিলেন না সেই অনুশীলনে। তিনি আজ (বৃহস্পতিবার) বিকালে যোগ দিয়েছেন দলের সঙ্গে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা