X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এশিয়ান আর্চারিতে সেরা দশে থাকতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ১৮:৪২আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৮:৫০

 

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান আর্চারি আগামী শনিবার থেকে ঢাকায় প্রথমবারের মতো শুরু হচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ।  বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৩৫ দেশের ৪০২ জন তীরন্দাজ ও কর্মকর্তাদের অংশগ্রহণে টুর্নামেন্ট চলবে ১ ডিসেম্বর পর্যন্ত।  এই টুর্নামেন্টকে সামনে রেখেই ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।  এশিয়ার সর্বোচ্চ এই আসরে বাংলাদেশের লক্ষ্য সেরা দশে থাকা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। এছাড়া পুরুষদের রিকার্ভ ইভেন্টে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছেন তারা।

বাংলাদেশ দলের ভারতীয় কোচ নিশীথ দাসের আশাও তেমনই, ‘রিকার্ভ ইভেন্টে সেমিফাইনালে যাওয়াই আমাদের অন্যতম লক্ষ্য। রোমান সানার ওপর আমার দৃঢ় বিশ্বাস সে ভালো করবে। এছাড়া মেয়ে তীরন্দাজরাও টুর্নামেন্টে ভালো করবে।’

এশিয়ার শীর্ষ দেশগুলো এই আসরে অংশ নিচ্ছে। এরমধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ইরান অন্যতম। এদের মধ্যে তিনজন অলিম্পিক পদক জয়ীও আছেন। তিনজনই দক্ষিণ কোরিয়ার। যার মধ্যে দু’জন মহিলা এবং একজন পুরুষ আর্চার।  রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে একক, দ্বৈত এবং মিশ্র ইভেন্টে হবে প্রতিযোগিতা।  

এমন বড় এই আসরে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তার বিষয়টি থাকবে সবার আগে। আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম নিরাপত্তা নিয়ে জানালেন তাদের ভিন্ন পরিকল্পনার কথা, ‘দলগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। নিরাপত্তার বিষয়ে পুলিশের উচ্চপর্যায়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। নিরাপত্তার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণের জন্যেও বলা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকানপাট বন্ধ করার প্রয়োজন নেই। কারণ দলগুলো ঠিক মতো মাঠে প্রবেশ করতে পারলেই হল।’ 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা