X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মালিঙ্গার কাছ থেকে শিখছেন রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২৩ নভেম্বর ২০১৭, ১৯:৩৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৯:৩৫

মালিঙ্গার সঙ্গে রুবেলের সেলফি ডেথ ওভারে বাংলাদেশের কার্যকরী বোলার হিসেবে নিশ্চিতভাবেই আসবে রুবেল হোসেনের নাম। আর ক্রিকেট বিশ্বের সেরা ডেথ ওভার বোলার হিসেবে তালিকার উপরের দিকে থাকবেন লাসিথ মালিঙ্গা। টি-টোয়েন্টি ক্রিকেটেই সম্ভবত সবচেয়ে বেশি কার্যকর শ্রীলঙ্কান পেসার। চলতি বিপিএলে এই তারকার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন রুবেল। একসঙ্গে অনুশীলন ও মাঠে পারফর্ম করার কারণে রুবেল খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন মালিঙ্গাকে। শুধু কী দেখা, শ্রীলঙ্কার পেসারের কাছ থেকে শিখছেন অনেক কিছু। 

বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৮ ও ১৯তম ওভারে রুবেল ও মালিঙ্গা দেখিয়েছেন কিভাবে ম্যাচ জিততে হয়। রংপুর রাইডার্সের ৩ রানে জেতা ম্যাচটিতে রুবেল ও মালিঙ্গা নিজ নিজ ওভারে ৩ রান দিয়ে নিয়েছিলেন একটি করে উইকেট। ডেথ ওভারে তাদের কার্যকারীরা প্রমাণ করেছেন তাতে আরেকবার। 

মালিঙ্গাকে কাছে পেয়ে অনেক কিছু শিখছেন বলে জানিয়েছেন রুবেল। বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমকে শ্রীলঙ্কান পেসার সম্পর্কে বলেছেন, ‘মালিঙ্গার বোলিং সম্পর্কে সারা বিশ্বের মানুষই জানে। ও ডেথ ওভারে যেভাবে বোলিং করে, আমি সেটা বোঝার চেষ্টা করছি। জানার চেষ্টা করছি সে কিভাবে বোলিং করে। শেষের দিকে এতো ভালো ইয়র্কার কী করে মারে, সেটাও জানার চেষ্টা করছি।’ সঙ্গে যোগ করলেন, ‘এছাড়া স্লোয়ারের গ্রিপটাও ভিন্নভাবে করে। আমি সেটা নিয়ে কাজ করছি। যদিও এখনই ওই গ্রিপটা চেষ্টা করছি না, আরও কিছুদিন পর চেষ্টা করব।’ 

মালিঙ্গা, মাশরাফি, পেরেরা ও রুবেলকে নিয়ে রংপুরের পেস আক্রমণ বেশ শক্তিশালী। রুবেল শুরুর ম্যাচগুলোতে ভালো না করলেও এখন দারুণ বোলিং করছেন। নিজের বোলিং নিয়ে সন্তুষ্টিই ঝরল তার মুখে, ‘প্রথম দুটি ম্যাচে সুযোগ পেয়ে বোলিংটা ভালো করতে পারিনি। কিন্তু শেষ দুই ম্যাচে ভালো বোলিং করেছি। এই মুহূর্তে আমি দারুণ আত্মবিশ্বাসী।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি