X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তবু চট্টগ্রামে সমর্থন পাওয়ার আশা তামিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২৩ নভেম্বর ২০১৭, ২০:০৩আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২০:০৩

ছবি: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফেসবুক পেজ তামিম ইকবালের ‘ঘরের মাঠ’ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। জন্মস্থান চট্টগ্রামের আলো-বাতাসেই তো তার বেড়ে ওঠা। এই মাঠে আছে আবার তার অসংখ্য স্মৃতি। শনিবার রাজশাহী কিংসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন তিনি। গত আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলায় স্বাভাবিকভাবেই ‘ঘরের’ সমর্থকদের সমর্থন পেয়েছিলেন তামিম। এবার দল পাল্টে যোগ দিয়েছেন কুমিল্লায়। এরপরও চট্টগ্রামের ক্রিকেটপ্রেমিদের সমর্থন প্রত্যাশা করছেন বাংলাদেশের ওপেনার।

শুক্রবার শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। এখানে স্বাগতিক চিটাগং ভাইকিংস চারটি ম্যাচ খেললেও প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে না তারা তামিমের কুমিল্লাকে। যে কারণে চট্টগ্রামে সমর্থকদের সমর্থন পাওয়ার আশা বাংলাদেশি ওপেনারের, ‘আমি ভাগ্যবান, কারণ চিটাগংয়ের বিপক্ষে (চট্টগ্রামে) আমাকে খেলতে হচ্ছে না। তবে আমি যেহেতু এখানকার ঘরের ছেলে, তাই যে দলেই খেলি না কেন আশা করি চিটাগংয়ের মানুষের কাছ থেকে সমর্থন পাবো।’

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এই আসরে বিপিএল খেলছেন অলক কাপালি। সিলেটে কুমিল্লার ম্যাচে ঘরের ছেলে কাপালি কোনও সমর্থন পায়নি। তামিমের অবস্থাও তেমনটা হলে অবশ্য আক্ষেপ নেই, ‘সত্যি কথা বলতে এমনটা হলে মন খারাপ করার কিছু নেই।’ প্রত্যেক দল যাতে সমর্থন পায়, সেজন্য একটা উপায়ও বলে দিয়েছেন তিনি, ‘বিপিএলে আমরা প্রতি বছর ভালো করছি। যদি বিপিএলে হোম অ্যান্ড অ্যাওয়ের ব্যাপারটি চলে আসে, তাহলে বিপিএলের মানটা আরও একটু অন্যরকম হবে, যেমনটা আইপিএলে দেখি। আমার কাছে মনে হয় এ রকম হলে বিপিএলই লাভবান হবে।’

বিপিএলের অর্ধেকটা শেষ। এই পর্যন্ত স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করলেন তামিম এভাবে, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয়, পাঁচজন বিদেশির কারণে যে সব স্থানীয় ক্রিকেটার উপরে ব্যাটিং করতে পারতো, তাদেরকে নিচে ব্যাটিং করতে হচ্ছে। এটাকে আমি অজুহাত হিসেবে দেখাতে চাই না, কারণ আমার মনে হয় যারা যেমন খেলেছে, তাদের আরও ভালো খেলা উচিত ছিল। আমি আমার কথা বলতে পারি। আমি নিজের কাছে আরও ভালো কিছু আশা করি।’

৬ ম্যাচে ৫ জয়ে টুর্নামেন্টের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শীর্ষে থাকলেও আপাতত শিরোপা নিয়ে ভাবতে চান না তামিম, ‘চ্যাম্পিয়নশিপ নিয়ে সবারই ভাবনা থাকে। আমরাও ব্যতিক্রম নই। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়েছি। কিন্তু এখন থেকে চিন্তা করলে ব্যাপারটা কঠিন হয়ে যাবে। প্রথমে আমাদের টপ ফোরে কোয়ালিফাই করতে হবে, তারপর ফাইনালে যেতে হবে। এরপর চ্যাম্পিয়নশিপের চিন্তা।’

বিপিএলে দুর্দান্ত ফর্মে আছে কুমিল্লা, জিতেছে টানা পাঁচ ম্যাচে। জয়ের এই ধারা সচল রাখতে চান তামিম, ‘আমাদের প্রথম পাঁচ ম্যাচ দুর্দান্ত গেছে। পরের তিনটা ম্যাচ খারাপও হতে পারে। তাই গা ছেড়ে দেওয়ার কোনও সুযোগ নেই। আমরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া