X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শেখ জামালের জয়রথ ছুটছেই, ব্রাদার্সের প্রতিশোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ২১:৫৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২২:০৪

টানা দ্বিতীয় ম্যাচ জিতলো শেখ জামাল। নতুন কোচ মাহবুব হোসেন রক্সির অধীনে টানা দ্বিতীয় ম্যাচ জিতলো শেখ জামাল। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে শেখ রাসেলকে তারা হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে। প্রথম পর্বেও একই ব্যবধানে জিতেছিল জামাল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের তিন মিনিটে এগিয়ে যায় বিজয়ীরা। ইয়াসিন খানের বাড়ানো বলে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের মাপা শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইন। ইনজুরি সময়ে মিশরের জাকি সারহানের গোলে শেখ রাসেল সমতা আনে। সোহেল রানার ক্রসে মিশরের এই ফরোয়ার্ডের হেড ডিফেন্ডার খান মোহাম্মদ তারার পা হয়ে জালে জড়িয়ে স্কোর লাইন দাঁড়ায় ১-১।

৫৩ মিনিটে আবারও এগিয়ে যায় শেখ জামাল। ডান দিক থেকে জাহেদ পারভেজ চৌধুরীর বাঁকানো কর্নার গোলরক্ষক মোস্তাক ঠিকমতো পাঞ্চ করতে পারেননি।  বল তার গ্লাভস ছুঁয়ে খুঁজে পায় ঠিকানা।  অবশ্য ৭৯ মিনিটে আরও ব্যবধান বাড়তো শেখ জামালের । তাতে প্রতিরোধ দেন মোস্তাক।  গাম্বিয়ান সলোমন কিংয়ের শট ফিরিয়ে দলকে বাঁচান এই গোলরক্ষক।

১৪ ম্যাচে দশম জয়ের স্বাদ নিয়ে শেখ জামাল ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। টানা দ্বিতীয় হারে শেখ রাসেল আগের ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে।

রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স। দিনের অন্য ম্যাচে প্রতিশোধ নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। লিগের প্রথম পর্বে তারা ১-০ গোলে হেরেছিল রহমতগঞ্জের কাছে। আর বৃহস্পতিবার রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স। ২৫ মিনিটে ডিফেন্ডার সাদমান হোসেন অ্যানিকে বোকা বানিয়ে নিচু শটে গোলরক্ষক ওমর ফারুককেও এড়িয়ে যান কঙ্গোর সিও জুনাপিও।

৫৪ মিনিটে জুনাপওির বাড়ানো বলে মোহাম্মদ মেজবাহ দলকে ২-০ তে নিয়ে যান। ৭২ মিনিটে জুনাপিও নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন।

এরমধ্য দিয়ে ১৪ ম্যাচে তৃতীয় জয়ে ব্রাদার্স ইউনিয়ন ১৩ পয়েন্ট নিয়ে উঠে এসেছে অষ্টম স্থানে। রহমতগঞ্জ ষষ্ঠ হারে আগের ১২ পয়েন্ট নিয়ে নেমে গেছে নবম স্থানে।

 

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী