X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

স্মিথ-মার্শের জুটিতে অস্ট্রেলিয়ার প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০১৭, ১৪:৪৩আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৪:৪৯

স্টিভেন স্মিথ অপরাজিত আছেন ৬৪ রানে ইংল্যান্ডকে ‘উড়িয়ে’ দেওয়ার ঘোষণা ছিল গ্যাবা টেস্ট শুরুর আগে। অস্ট্রেলিয়ান পেসাররা ধ্বংসের খেলায় মাতবেন, এমন আওয়াজও এসেছিল স্বাগতিক ক্যাম্প থেকে। সেই হুমকির জবাবটা ইংলিশরা এভাবে দেবে, স্টিভেন স্মিথদের ভাবার কথা নয়। অস্ট্রেলিয়ার টপ অর্ডার গুঁড়িয়ে দিয়ে ইংল্যান্ড নিয়েছিল গ্যাবা টেস্টের নিয়ন্ত্রণ। যদিও আরেকবার স্বাগতিকদের রক্ষা করলেন অধিনায়ক স্মিথ। সফরকারীরা প্রথম ইনিংসে ৩০২ রানে অলআউট হওয়ার পর চাপে পড়া অস্ট্রেলিয়াকে টেনে তোলেন তিনি হার না মানা হাফসেঞ্চুরিতে। তার সঙ্গে শন মার্শ দাঁড়িয়ে যাওয়ায় দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৬৫ রানে।

৭৬ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওই জায়গা থেকে দলকে টেনে তোলেন স্মিথ-মার্শ। পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে ভর দিয়ে স্বস্তিতে দিন শেষ করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে এখনও পিছিয়ে আছে তারা ১৩৭ রানে। স্মিথ অপরাজিত আছেন ৬৪ রানে, আর মার্শ দিন শেষ করেছেন ৪৪ রানে।

আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন ক্যামেরন ব্যানক্রাফট অ্যাশেজের মতো মর্যাদার সিরিজ দিয়ে। গ্যাবা টেস্টের অভিষেক ইনিংসটা অবশ্য স্মরণীয় করে রাখতে পারলেন না তিনি। মাত্র ৫ রান করেই যে ফিরতে হয়েছে তাকে। স্টুয়ার্ট ব্রডের বলে ধরা পড়েন তিনি উইকেটরক্ষক জনি বেয়ারস্টোর গ্ল্যাভসে। শুরুর ওই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে আবার স্পিন-আঘাত। মঈন আলীর বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন উসমান খাজা (১১)।

অস্ট্রেলিয়ার অবস্থা আরও খারাপ হয় ডেভিড ওয়ার্নার ফিরে গেলে। ইনজুরির শঙ্কা কাটিয়ে মাঠে নেমে শুরুটা ভালোই করেছিলেন তিনি। তবে লম্বা করতে পারেননি ইনিংস। জেক বলের শিকার হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার ২৬ রান করে। পিটার হ্যান্ডসকম্বও ব্যর্থ। জেমস অ্যান্ডারসনের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে করেন ১৪ রান। এরপরই শুরু স্মিথ-মার্শের প্রতিরোধ।

এর আগে ৪ উইকেটে ১৯৬ রানে দিন শুরু করা ইংল্যান্ডকে এগিয়ে নেন ডেভিড মালান ও মঈন আলী। হাফসেঞ্চুরি করে মালান ৫৬ রানে আউট হন মিচেল স্টার্কের বলে। আর নাথান লিওনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে মঈন করেন ৩৮ রান। বেয়ারস্টো করেন ৯ রান। আর শেষ দিকে ব্রড (২০) ও বলের (১৪) ছোট দুটি ইনিংসে ইংলিশরা অলআউট হওয়ার আগে করে ৩০২ রান।

বোলিংয়ে ৩টি করে উইকেট পেয়েছেন স্টার্ক ও প্যাট কামিন্স। আর লিওনের শিকার ২ উইকেট। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর:

(দ্বিতীয় দিন শেষে)

ইংল্যান্ড: প্রথম ইনিংসে ১১৬.৪ ওভারে ৩০২ (ভিন্স ৮৩, মালান ৫৬, স্টোনম্যান ৫৩, মঈন ৩৮; স্টার্ক ৩/৭৭, কামিন্স ৩/৮৫)।

অস্ট্রেলিয়া: প্রথম ইনিংসে ৬২ ওভারে ১৬৫/৪ (স্মিথ ৬৪*, মার্শ ৪৪*, ওয়ার্নার ২৬, হ্যান্ডসকম্ব ১৪; ব্রড ১/১৮, অ্যান্ডারসন ১/২৬)।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া