X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আর্চারিতে দলগত বিভাগে বাংলাদেশের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৭, ২২:২৩আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ২২:২৮

আর্চারিতে দলগত বিভাগে বাংলাদেশের সাফল্য এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দলীয় বিভাগে বাংলাদেশ সাফল্য পেয়েছে। তিনটি দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিকরা। ছেলেদের রিকার্ভ, কম্পাউন্ড দলগত আর মিশ্র দলগত ইভেন্টে শেষ আটের লড়াইয়ে নামবে বাংলাদেশ।

ছেলেদের রিকার্ভে রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া বাংলাদেশ ৬-০ সেটে মঙ্গোলিয়াকে হারিয়েছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিকদের প্রতিপক্ষ ফেভারিট দক্ষিণ কোরিয়া। মেয়েদের রিকার্ভে দলগত বিভাগে উত্তর কোরিয়ার কাছে ৫-১ সেটে ও মিশ্র দলগত বিভাগে চাইনিজ তাইপের কাছে ৬-২ সেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।

ছেলেদের কম্পাউন্ডের দলগত বিভাগে ইরাককে ২২০-২১৩ স্কোরে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। লাল-সবুজ দলের তিন সদস্য আবুল কাশেম মামুন, নাজমুল হুদা ও মিলন মোল্লা। শেষ আটে দক্ষিণ কোরিয়াই বাংলাদেশের প্রতিপক্ষ। এই ইভেন্টের মেয়েদের বিভাগে সাত দল অংশ নেওয়ায় সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ ও চাইনিজ তাইপে।

লক্ষ্যপূরণ হওয়ায় বাংলাদেশের ভারতীয় কোচ নিশীথ দাস সন্তুষ্ট। তিনি বলেছেন, ‘ব্যক্তিগত পর্যায়ে ভালো ফল হয়েছে, দলগত বিভাগে আমরা তিনটি ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছি। আমি মনে করি, প্রত্যাশা পূরণ হয়েছে দলের।’

ছেলেদের ব্যক্তিগত রিকার্ভে তৃতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের রোমান ও তামিমুল। র‌্যাংকিং রাউন্ডে রোমান ৬-০ সেটে হংকংয়ের মা হিং কিনকে হারিয়েছেন। চতুর্থ রাউন্ডে রোমানের প্রতিপক্ষ শ্রীলঙ্কার সজিভ ডি সিলভা। ভুটানের কিনলে তিসেরাংয়ের সঙ্গে তীব্র লড়াইয়ের পর ৬-৫ সেটে জিতেছেন তামিমুল। বিশ্বের দ্বিতীয় সেরা আর্চার দক্ষিণ কোরিয়ার লি ও সেওকের বিপক্ষে লড়তে হবে তাকে।

ছেলেদের কম্পাউন্ডে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আবুল কাশেম মামুন। প্রথম রাউন্ডে তিনি ১৪১-১৩৮ স্কোরে পাকিস্তানের আদেল কাদিরকে হারিয়েছেন। দ্বিতীয় রাউন্ডে চাইনিজ তাইপের ওয়েং ই চেংয়ের মুখোমুখি হবেন মামুন। এই ইভেন্টে প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেননি বাংলাদেশের নাজমুল হুদা, এহসান আহমেদ ও মিলন মোল্লা।

কম্পাউন্ডে মেয়েদের বিভাগে ‘বাই’ পেয়ে দ্বিতীয় রাউন্ডে ‍উঠেছেন সুস্মিতা বণিক, রোকসানা আক্তার ও বন্যা আক্তার। তবে মিয়ানমারের হেলেইং ‍সু সু’র কাছে ১৩০-১১৬ স্কোরে হেরে প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েছেন বিপাশা আক্তার।

কম্পাউন্ডের মিশ্র দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার কাছে ১৫৮-১৪৪ স্কোরে হেরে গেছে বাংলাদেশ। আগের রাউন্ডে হংকংকে ১৪৮-১৪২ স্কোরে হারিয়েছিল স্বাগতিকরা।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন