X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মামিচ না থাকলেও জিতে চলেছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ২১:৩৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২১:৪১

আবাহনী ও বিজেএমসির লড়াই কোচ দ্রাগো মামিচ হঠাৎ করেই ঢাকা আবাহনীকে বিদায় বলেছেন তিনদিন আগে। থাইল্যান্ডে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন তিনি। থাই প্রিমিয়ার লিগ ক্লাব চাইনাট হর্নবিলের সঙ্গে চুক্তি করেছেন ক্রোয়েশিয়ান কোচ। তবে তার দলের জয়যাত্রা থামেনি। বিজেএমসির বিপক্ষে মঙ্গলবারের প্রিমিয়ার লিগে ৪-১ গোলের বড় জয় পেয়েছে আবাহনী। এটাই লিগের এই আসরে দলটির সবচেয়ে বড় জয়।

মোহামেডানের বিপক্ষে গত ২২ নভেম্বর ম্যাচ খেলার পর ঢাকা ছাড়েন মামিচ। ছুটি কাটানোর কথা বলে বাংলাদেশ থেকে চলে যান তিনি। কয়েকদিন আগে জানান নতুন ঠিকানা খুঁজে পাওয়ার কথা। হঠাৎ করে এমন খবর আসায় অল্প সময়ে কোচ হিসেবে কাউকে নিয়োগ দিতে পারেনি আবাহনী। তাই লিগে নিজেদের ১৫তম ম্যাচ তারা খেলেছে প্রধান কোচকে ছাড়া। কোচ না থাকলেও জয়ের ধারা ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

টানা তৃতীয় জয়ে ঢাকা আবাহনী ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অবশ্য এক ম্যাচ কম খেলেছে তারা।

লিগের প্রথম পর্বে আবাহনীকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছিল বিজেএমসি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সেটার পুনরাবৃত্তি হলো না। ১৩ মিনিটে এগিয়ে যায় আবাহনী। বাম প্রান্ত থেকে ইমন বাবুর কর্নার নিয়ন্ত্রণে নিয়ে ওয়ালী ফয়সালের বাড়ানো ক্রসে নাসিরউদ্দিন চৌধুরী হেডে করেন ১-০।

২৭ মিনিটে পেনাল্টিবঞ্চিত হয় আবাহনী। রুবেল মিয়াকে ফেলে দেন মেহেদী হাসান, কিন্তু রেফারি মিজানুর রহমান তা এড়িয়ে যান। তবে ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় আবাহনী। জীবনের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডান দিক থেকে মাপা শটে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড সানডে।

বিরতির পর বিজেএমসি ম্যাচে ফেরার চেষ্টা করে। ৪৯ মিনিটে নাইজেরিয়ার কিংসলে ওশিকোয়ার গড়ানো শট আবাহনীর এক খেলোয়াড়ের গা ছুঁয়ে জালে জড়ালে হয় ২-১।

আবারও আবাহনী আক্রমণে। ৭০ মিনিটে হয় ৩-১। ইমন বাবুর কর্নার বিজেএমসি গোলরক্ষক লাফিয়ে উঠে ফিস্ট করার চেষ্টা করেও ব্যর্থ হন। বল মাটিতে পড়ে জাল স্পর্শ করে। শেষ গোলটি এসেছে ইনজুরি সময়ে। বদলি নাইজেরিয়ান এমেকা ডার্লিংটন করেন শেষ গোল।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়