X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় হাথুরুসিংহে, বৈঠকে বসছেন বিসিবির সঙ্গে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ১১:৫১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৩:৩১

মাশরাফির সঙ্গে হাথুরুসিংহে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার দায়িত্বই নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ শুক্রবার তার সঙ্গে শ্রীলঙ্কার আনুষ্ঠানিক চুক্তির খবর ছেপেছিল। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার পদত্যাগ কিংবা চুক্তির যে বিষয়গুলো ছিল, তা ‘ক্লিয়ার’ হয়নি এখনও। এ নিয়ে কথা বলতে শনিবার সকাল ১১টার দিকে ঢাকায় পৌঁছেছেন হাথুরুসিংহে। বিসিবি সূত্রে জানা গেছে, হোটেল রেডিসনে দুপুর সাড়ে ১২টায় শ্রীলঙ্কান এই কোচ বৈঠকে বসবেন বিসিবির সঙ্গে।

পদত্যাগপত্র দেওয়ার পর এবারই প্রথম বাংলাদেশে পা রেখেছেন হাথুরুসিংহে। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে তিনি চলে গিয়েছিলেন তার বাসস্থান অস্ট্রেলিয়ায়। এর মাঝেই বিসিবির কাছে পদত্যাগপত্র দেন তিনি। বাংলাদেশে আবার যখন আসছেন, তখন তিনি শ্রীলঙ্কার কোচ। অথচ বাংলাদেশের সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০১৯ সাল পর্যন্ত। বিসিবি সভাপতি নাজমুল হাসানের বক্তব্য অনুযায়ী, পদত্যাগপত্র দেওয়ার পর থেকে হাথুরুসিংহের সঙ্গে কথা হয়নি তাদের। তার মানে, বিসিবির সঙ্গে চুক্তির বিষয়গুলো ‘ক্লিয়ার’ না করেই তিনি চুক্তি সেরে ফেলেছেন শ্রীলঙ্কার সঙ্গে।

ঢাকায় এবার আসার উদ্দেশ্য হাথুরুসিংহের তাই বিসিবির কাছ থেকে ‘ক্লিয়ারেন্স’ নেওয়ার। বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে পদত্যাগের কারণ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন তিনি হোটেল রেডিসনে। বৈঠক শেষে হয়তো সংবাদমাধ্যমের সামনেও দায়িত্ব ছাড়ার আসল কারণ তুলে ধরবেন হাথুরুসিংহে।

দক্ষিণ আফ্রিকা সফরে খেলোয়াড়দের সঙ্গে ঝামেলায় শ্রীলঙ্কার কোচ দায়িত্ব ছাড়তে পারেন, এমন একটা ইঙ্গিত দিয়েছিলেন নাজমুল হাসান। তবে আসলেই কী ঘটেছিল, সেটা পরিষ্কার হয়ে যেতে পারে আজ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি