X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কোচ নিয়ে তিন অধিনায়কের সঙ্গে বিসিবির বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৭, ১৫:২৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৯

বৈঠক শেষে বের হচ্ছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: রবিউল ইসলাম চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পর নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতিমধ্যে রিচার্ড পাইবাস এসে সাক্ষাৎকারও দিয়ে গেছেন বিসিবির কাছে। যদিও এখনও বাংলাদেশের নতুন কোচের নাম জানা যায়নি। তবে খুব বেশিদিন আর অপেক্ষা করতে হবে না। কাল (রবিবার) নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। শনিবার দুপুরে তিন ফরম্যাটের তিন অধিনায়ক- মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের সঙ্গে কোচ নিয়ে বৈঠকে বসেছিল বিসিবি।

রবিবার বিকেল ৩টায় বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে কোচের ব্যাপারে। ইতিমধ্যেই পাইবাস নিজের পরিকল্পনা ভাগাভাগি করে গেছেন বিসিবির সঙ্গে। যে আলোচনায় ইংলিশ এই কোচ ১০ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়েছেন। বিসিবিও খুশি তার পরিকল্পনায়। তবে আরেক প্রার্থী ফিল সিমন্সের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্তে যাবে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। শনিবার সন্ধ্যায় সিমন্সের ঢাকায় আসার কথা। জালাল ইউনুস বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, রবিবার দুপুরে বিসিবিতে সাক্ষাৎকার দেবেন এই ক্যারিবিয়ান।

পছন্দের তালিকায় থাকা এই দুই কোচের ব্যাপারে আলোচনা করতেই শনিবার দুপুরে হোটেল রেডিসনে মাশরাফি, মুশফিক ও সাকিবের সঙ্গে আলোচনায় বসেছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান ও অন্য পরিচালকরা। দুপুর দেড়টায় বোর্ড সভাপতি আসার পর শুরু হয় বৈঠক।

বৈঠকে কোচিং স্টাফদের মধ্যে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও স্পিন কোচ সুনিল যোশি উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ফিজিও মারিও ভিল্লাভারায়েন ১৫ ডিসেম্বর ঢাকায় আসবেন বলে জানিয়েছেন জালাল ইউনুস।

আর বিসিবি পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া