X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাহমুদউল্লাহকে ডেপুটি হিসেবে পেয়ে সাকিব খুশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ১৯:০৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৯:০৩

বিপিএলে প্রতিপক্ষ হলেও দুজনের মধ্যে দারুণ বন্ধুত্ব সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহর যুগলবন্দিতে বেশ কিছু সাফল্যে ভাস্বর বাংলাদেশের ক্রিকেট। একটা সুখস্মৃতি তো একদমই টাটকা। গত জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা টাইগারদের অবিস্মরণীয় জয় এনে দিয়েছিল সাকিব-মাহমুদউল্লাহর ২২৪ রানের জুটি। সেদিন দুজনের সেঞ্চুরিতে কার্ডিফে রচিত হয়েছিল মহাকাব্য। টেস্ট নেতৃত্ব ফিরে পাওয়ার দিনে আরেকটি সুখবর পেয়েছেন সাকিব। মাহমুদউল্লাহ এখন টেস্ট দলের সহ-অধিনায়ক। প্রিয় ‘রিয়াদ ভাই’কে ডেপুটি হিসেবে পেয়ে বিশ্বসেরা অলরাউন্ডার উচ্ছ্বসিত।

সোমবার ঢাকা ডায়নামাইটসের অনুশীলনের আগে সাকিব সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের দলে কয়েকজন সিনিয়র খেলোয়াড় আছে। যে কোনও সিদ্ধান্ত আমরা একসঙ্গে নিয়ে থাকি। মাঠে খেলতে নামলে সবার সাহায্যই দরকার হয়। রিয়াদ ভাই কয়েক বছর ধরে বিপিএলে ভালো অধিনায়কত্ব করছেন। উনার ভেতর অনেক আগে থেকেই নেতৃত্বগুণ আছে। উনাকে ডেপুটি হিসেবে পেয়ে আমার কাজ অনেক সহজ হয়ে যাবে।’ 

এর আগে ২০০৯ সাল থেকে ২০১১ পর্যন্ত টাইগারদের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। তখন অনেক ম্যাচে তাকে একাই টানতে হয়েছিল দলকে। তবে বাংলাদেশ এখন বদলে যাওয়া দল। আর এটাই স্বস্তি দিচ্ছে সাকিবকে, ‘এখন দলের বেশিরভাগ ক্রিকেটারই পারফর্ম করছে। আর ক্রিকেটাররা পারফর্ম করলে অধিনায়কের কাজ অনেক সহজ হয়ে যায়। সবাই মিলে ভালো খেললে দলও ভালো করবে।’

গত কয়েক বছরে ঘরের মাঠে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স। কিন্তু দেশের বাইরে যথারীতি ব্যর্থ টাইগাররা। এ বিষয়ে সাকিবের অভিমত, ‘প্রতিটি টুর্নামেন্ট বা সিরিজই কঠিন, সেটা দেশে হোক বা বাইরে। দেশে হয়তো একটু স্বস্তি বোধ করি আমরা। বিদেশে আমাদের জন্য কাজটা কঠিন হয়ে যায়। কিন্তু আমাদের যে দল, আমরা যেভাবে খেলছি, তাতে অনেক কিছু করা সম্ভব।’

একটা বিষয়ে অবশ্য মুখ খুলতে চাননি সাকিব। শনিবার ঢাকায় এসে টেস্ট ক্রিকেট থেকে ছুটি নেওয়ার জন্য সাকিবের পরোক্ষে সমালোচনা করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে সদ্যবিদায়ী কোচকে নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি, ‘এটা একজনের  ব্যক্তিগত কথা। এ বিষয়ে মন্তব্য না করাই উচিত।’ 

আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়