X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুশফিকের নেতৃত্ব হারানোর ‘আসল’ কারণ জানালেন সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ২০:৫৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৮

মুশফিকের নেতৃত্ব হারানোর ‘আসল’ কারণ জানালেন সুজন চাপ কমানোর জন্য টেস্ট অধিনায়কের পদ থেকে মুশফিকুর রহিমকে সরিয়ে দেওয়া হয়েছে বলে রবিবার জানিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। যদিও হঠাৎ চাপ কমানোর দিকে বিসিবি এতটা মনোযোগী হলো কেন, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছিল। সোমবার পাওয়া গেল ‘আসল’ কারণ। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরে মুশফিকের মাঠ ও মাঠের বাইরের বিতর্কিত কিছু সিদ্ধান্ত তার অধিনায়কত্ব হারানোর অন্যতম কারণ।

দক্ষিণ আফ্রিকা সফরে টস নিয়ে দ্বিধায় ভুগেছেন মুশফিক। এমনকি তার ফিল্ডিং পজিশন নিয়েও উঠেছিল কথা। সুজন বিতর্কিত এই সিদ্ধান্তগুলোকেই সামনে আনলেন মুশফিকের অধিনায়কত্ব হারানোর কারণ হিসেবে, ‘দক্ষিণ আফ্রিকায় মুশফিকের কিছু সিদ্ধান্ত খুবই বিতর্কিত ছিল। যা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছু ছিল না। বাংলাদেশ কেন টসে জিতে ব্যাটিং বা বোলিং করবে- সেটা নিয়ে কোনও দ্বিধা থাকতে পারে না। এটা পরিষ্কার থাকতে হবে।’ সঙ্গে যোগ করলেন, ‘ফিল্ডিং পজিশন নিয়ে অধিনায়ক কেন ভুল বুঝবেন! অধিনায়ক যখন এসব সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় থাকে, তখন দলীয় সমস্যা প্রকট হয়। আমরা সামনে এমন বিতর্কের ভেতর দিয়ে যেতে চাই না।’

দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টে টস জেতার পর ফিল্ডিং নেওয়ার ব্যাখ্যায় মুশফিক টিম ম্যানেজমেন্টের ওপর দোষ চাপিয়েছিলেন। শুধু তাই নয়, ফিল্ডিং পজিশনে দাঁড়ানোর ক্ষেত্রে নিজের কোনও ভূমিকা থাকে না বলেও সংবাদ সম্মেলনে বলেছিলেন তিনি। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ড্রেসিং রুমের পরিবেশটা খুব একটা বন্ধুত্বপূর্ণ ছিল না।

মুশফিক বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যান। চলতি বছর টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান তিনি। দুই সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরিতে ৭৬৬ রান করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এমন পারফরমারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া কঠিন হলেও দলের স্বার্থেই বিসিবি সিদ্ধান্তটা নিয়েছে বলে মনে করেন সুজন, ‘মুশফিক আমাদের দারুণ এক ক্রিকেটার। সে আমাদের ব্যাটিং স্তম্ভ, আমরা সবসময় বলি মুশফিক দুর্দান্ত। এমন একজনকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হলে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হবে। তবে আমার মনে হয়, বাংলাদেশের ক্রিকেটকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, সেই চিন্তা থেকেই বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে।’

২০১১ সাল থেকে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব সামলেছেন মুশফিক। টানা তিন বছর ছিলেন তিন ফরম্যাটেরই অধিনায়ক। ২০১৪ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব তুলে দেওয়া হয় মাশরাফি মুর্তজার হাতে। এরপর কেবল টেস্টের দায়িত্বই পালন করছিলেন পাঁচ দিনের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। টাইগারদের হয়ে সবচেয়ে বেশি ৩৪ টেস্টে নেতৃত্ব দেওয়া সেই মুশফিককে রবিবার বোর্ড সভার সিদ্ধান্তে সরিয়ে দেওয়া হয়েছে অধিনায়কের পদ থেকে। তার জায়গায় ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত নেতৃত্বে থাকা সাকিবের কাঁধে আবার তুলে দেওয়া হয়েছে টেস্টের দায়িত্ব।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের