X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফাইনালে রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ২১:২৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ২২:৫৩

জনসন চার্লস খেলেছেন হার না মানা ১০৫ রানের ইনিংস জনসন চার্লসের সেঞ্চুরির পর দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ফাইনাল নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। সোমবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে তারা ৩৬ রানে। যাতে লিগ পর্বে টেবিলের শীর্ষে থেকে দুইবার ফাইনালে যাওয়ার মিশনে নেমেও কুমিল্লাকে ফিরতে হলো খালি হাতে। বিপরীতে এলিমিনেটর ম্যাচ জিতে কোয়ালিফায়ারের বাধা পেরিয়ে ফাইনাল মঞ্চে রংপুর। শিরোপা নির্ধারণী ম্যাচে মঙ্গলবার তাদের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস।

আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। এবার তারই সতীর্থ চার্লস পেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। ঝড়ো ব্যাটিংয়ে ৬৩ বলে খেলেছেন তিনি হার না মানা ১০৫ রানের ইনিংস। তার সঙ্গে ব্রেন্ডন ম্যাককালামের ৪৬ বলে ৭৮ রানের টর্নেডো ইনিংসের ওপর ভর দিয়ে রংপুর ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ১৯২ রান। জবাবে ইসুরু উদানা ও রবি বোপারার চমৎকার বোলিংয়ে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে কুমিল্লা করতে পারে ১৫৬ রান।

১৯৩ রানের লক্ষ্যটা কঠিন মনে হচ্ছিল না তামিম ইকবাল ও লিটন দাসের ওপেনিং জুটিতে। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৪.৫ ওভারেই তারা স্কোর জমা করেন ৫৪ রান। কিন্তু তামিম ১৯ বলে ৩৬ রান করে আউট হওয়ার পর বদলে যায় ম্যাচের চিত্র। কুমিল্লা অধিনায়কের আউটের পরপরই প্যাভিলিয়নে ফিরে যান ইমরুল কায়েস (০)। ব্যর্থ হয়েছেন শোয়েব মালিকও, ১৪ বলে মাত্র ১০ রান করে তিনি আউট হয়ে যান নাজমুল ইসলামের বলে।

একপ্রান্ত আগলে রেখে লিটন দাস অবশ্য এগিয়ে নিচ্ছিলেন দলকে। কিন্তু তিনিও ফিরে যান ৩৯ রান করে। এরপর মারলন স্যামুয়েলস ও জস বাটলার জুটি খানিক আশা জাগালেও হার ঠেকাতে পারেননি কুমিল্লার। বাটলার ১৬ বলে করেন ২৬ রান। আর স্যামুয়েলস ৩০ বলে করেছেন ২৭ রান।

রংপুরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রুবেল ৩৪ রানে নিয়েছেন ২ উইকেট। উদানা ও বোপারার শিকার দুটি করে উইকেট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী