X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তামিমের চোখে কুমিল্লাই ‘চ্যাম্পিয়ন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৪

কুমিল্লা ভিক্টোরিয়ান্স রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৬ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের পঞ্চম আসরে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হলো তৃতীয় আসরের চ্যাম্পিয়নদের। পুরো টুর্নামেন্টেই দারুণ ছন্দময় ক্রিকেট উপহার দিয়েছে কুমিল্লা। লিগ পর্বে ১২ ম্যাচের ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল কুমিল্লা। সবকিছু মিলিয়ে রংপু্রের বিপক্ষে হেরে ফাইনালে যেতে না পারলেও নিজেদেরই চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন কুমিল্লা অধিনায়ক তামিম ইকবাল।

মাঠের ক্রিকেটের পাশাপাশি মাঠের বাইরেও বেশকিছু সিদ্ধান্তে দারুণ প্রশংসা কুড়িয়েছে কুমিল্লা। চট্টগ্রামে লিগ পর্বের শেষ ম্যাচে রানআউট হওয়া কেভন কুপারকে ফিরিয়ে প্রংশসা কুড়িয়েছিলেন তামিম ইকবাল। এছাড়া টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্লে অফের কোনও ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলই সরাসরি উঠে যাবে- রবিবার এ ব্যাপারে অনেক নাটকের পর শেষ পর্যন্ত পুরো ম্যাচ খেলেই ঠিক হয়েছে টুর্নামেন্টের ফাইনালের আরেক দল।

এত কিছুর পর তামিম ইকবাল কুমিল্লাকেই চ্যাম্পিয়ন মনে করছেন। সংবাদসম্মেলনে তিনি বলেছেন, ‘দেখেন আমি ওদিকে না যাই (রবিবারের ঘটনা)। কিন্তু যেভাবে আমরা ক্রিকেট খেলেছি পুরো টুর্নামেন্টে, আমার কাছে মনে হয় আমরা চ্যাম্পিয়নদের মতোই খেলেছি। নকআউট পর্ব বাদ দিয়ে পুরো গ্রুপ পর্বে। এত দলের মধ্যে আমাদের স্থানীয় খেলোয়াড়রা সমানে থেকে পারফর্ম করেছে। মেহেদি দারুণ এক টুর্নামেন্ট কাটিয়েছে, সাইফউদ্দিনের ভালো টুর্নামেন্ট গেছে, লিটন কয়েকটি ইনিংসে ভালো খেলেছে। ইমরুল কিছু ভালো ইনিংস খেলেছে। আমি এইসব কিছুতে খুশি।’

অনেক আগে কোয়ালিফায়ার নিশ্চিত হওয়ার পর এভাবে বিদায় নেওয়াটা তামিমের কাছে এমন, ‘আমার মনে হয় এটা ক্রিকেটে হয়। এমন না যে কুমিল্লার সঙ্গেই প্রথম হলো। আমার কাছে একটাই খারাপ লাগে যে, পুরো টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়নের মতো খেললাম, কিন্তু আসল সময়ে আমাদের দুটি খারাপ দিন গেল।’

ম্যাচ হারার পেছনে বোলিং বিভাগকেই দুষলেন তামিম, ‘আজকের (সোমবার) খেলা নিয়ে যদি বলি, আমরা খারাপ বল করেছি। ওদের ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেছে। আমরা যেভাবে শুরু করেছিলাম, তাতে করে ১৩-১৪ ওভার পর্যন্ত ম্যাচে ছিলাম। ওই সময় উদানার ওভারে রান নিতে না পেরেই পিছিয়ে পড়ি আমরা।’

রংপুর সংগ্রাম করে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করেছিল। সেই রংপুরের কাছে হারের পর তামিম বললেন, ‘যারা সংগ্রাম করে ওঠে, তাদের ভাগ্যটা পক্ষে থাকে। এছাড়া নক আউট পর্যায়ে ওদের দুই-একজন সুপারস্টার একাই ম্যাচ বের করে নিয়েছে। আগের ম্যাচে গেইল, আজ ব্রেন্ডন (ম্যাককালাম) ও (জনসন) চার্লস। তারা যেভাবে খেলছে এটা ক্রিকেটের জন্য ভালো, বিপিএলের জন্য ভালো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী