X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বোলিংয়ে সবার উপরে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ২২:৫০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২২:৫০

সাকিব সবার উপরে বিপিএলের এই আসরে বিদেশি ব্যাটসম্যানদের দাপট থাকলেও বোলিংয়ে দেশের আধিপত্য। শীর্ষ ৫ ব্যাটসম্যানের তালিকায় মাত্র দুইজন দেশি থাকলেও বোলারদের তালিকায় সেই সংখ্যাটা তিনজনের। সাকিব আল হাসান ছাড়াও এখানে আছেন তরুণ পেসার আবু জায়েদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। বাকি দুইজন পাকিস্তানের হাসান আলী ও শহীদ আফ্রিদি। ব্যাটসম্যানদের শীর্ষ তালিকায় রংপুর রাইডার্সের প্রতিনিধির সংখ্যা তিনজন হলেও বোলিংয়ের ক্ষেত্রে ঢাকা ও কুমিল্লার প্রতিনিধি দুইজন করে।

সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস): ২২ উইকেট নিয়ে সবার উপরে সাকিব আল হাসান। টুর্নামেন্ট একবার পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি একবার চারটি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। ১৩ ম্যাচে ১৩.২২ গড়ে সাকিব তুলে নিয়েছেন ২২টি উইকেট। চলতি আসরে তার সেরা বোলিং ফিগার ১৬ রানে পাঁচ উইকেট। লিগ পর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে সাকিব নিজের সেরা বোলিংটা করেন।

আবু জায়েদ (খুলনা টাইটানস):  বোলিং নির্ভর দল হয়েই টুর্নামেন্টে অংশ নিয়েছিল খুলনা টাইটানস। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের গুরুত্বপূর্ণ অস্ত্র ছিলেন তরুণ এই পেসার। আস্থার প্রতিদানটা সব ম্যাচেই দিয়েছিলেন আবু জায়েদ। খুলনার সেরা চারে খেলার পেছনে বল হাতে দারুণ সহায়ক ভূমিকা রেখেছেন এই পেসার। ১২ ম্যাচে ২০.৩৮ গড়ে ১৮ উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলার তিনি। লিগ পর্বে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৩৫ রান খরচায় তুলে নিয়েছিলেন চারটি উইকেট। এটাই তার টুর্নামেন্ট সেরা বোলিং।

হাসান আলী হাসান আলী (কুমিল্লা ভিক্টোরিয়ান্স): যথাসময়ে অনাপত্তিপত্র না পাওয়ার কারণে বিপিএলে যোগ দিতে পারেননি হাসান আলী। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে শুরু থেকে থাকলে টুর্নামেন্টের সেরা উইকেটশিকারি হতে পারতেন পাকিস্তানের এই ডানহাতি পেসার। তবে যতোটুকুই করেছেন, কোনও অংশেই কম নয়। ৯ ম্যাচে ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের তৃতীয় সেরা বোলার ২৩ বছর বয়সী এ পেসার। কুমিল্লার হয়ে দারুণ দারুণ সব স্পেল করে তামিম ইকবালের দলের গুরুত্বপূর্ণ বোলার ছিলেন তিনি। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লিগ পর্বের ২০ রানে ৫ উইকেট নিয়ে সেরা সাফল্য দেখিয়েছেন এই পেসার।

মোহাম্মদ সাইফউদ্দিন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স): ধীরে ধীরে বেশ উন্নতির স্বাক্ষর রেখে চলেছেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে দারুণ সময় কাটিয়েছেন তিনি। হাসান আলীর সঙ্গে সমান ১৬ উইকেট নিয়ে তিনি আছেন চতুর্থ স্থানে। ১৩ ম্যাচে ২১.৪৩ গড়ে ১৬ উইকেট নিয়েছেন ২১ বছর বয়সী এই পেসার। রংপুর রাইডার্সের বিপক্ষে ২২ রানে তিন উইকেট নিয়েছেন তিনি। এটাই তার টুর্নামেন্ট সেরা বোলিং।

শহীদ আফ্রিদি (ঢাকা ডায়নামাইটস): সাকিব আল হাসানের পর ঢাকার আরেক বোলার শহীদ আফ্রিদি সেরা পাঁচ বোলারদের তালিকায় আছেন। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন ‘বুম বুম’ খ্যাত  আফ্রিদি। সিলেট সিক্সার্সের ব্যাটসম্যানদের লিগ পর্বের একটি ম্যাচে আফ্রিদি নিজেই গুড়িয়ে দিয়েছিলেন। ওই ম্যাচে ১২ রানে চার উইকেট নিয়ে নিজের কারিশমা দেখান এই স্পিনার।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়