X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘মিয়ানমারে বেশ ভয়েই ছিলাম’

তানজীম আহমেদ
১৩ ডিসেম্বর ২০১৭, ১৯:১২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২০:০৩

মিয়ানমার সফর নিয়ে শঙ্কায় ছিলেন হকি আম্পায়ার শাহবাজ আলী রোহিঙ্গা ইস্যু নিয়ে অনেক দিন ধরেই চাপান-উতোর চলছে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে। ঠিক এই সময়ে মিয়ানমার সফরে যেতে যে কোনও বাংলাদেশি ভয় পেতেই পারেন। শাহবাজ আলীর বুকেও কাঁপন ধরেছিল, কিন্তু পেশাগত দায়িত্ব পালনে প্রতিবেশী দেশে গেছেন শেষ পর্য‌ন্ত। গত ২৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর মিয়ানমারে অনুষ্ঠিত মেন্স এশিয়ান চ্যালেঞ্জ কাপ হকিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি।

টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি আম্পায়ার শাহবাজকে মিয়ানমারে কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়নি। যদিও যাওয়ার আগে শঙ্কা ছিল তার মনে। ‘অন অ্যারাইভাল’ ভিসার কারণে ইয়াঙ্গুন বিমানবন্দরে কোনও ঝামেলায় পড়তে হয় কিনা, তা নিয়েও সংশয়ে ছিলেন। তবে ঢাকা থেকে মালয়েশিয়া ঘুরে মিয়ানমারের মাটিতে পা রেখেছেন নির্বিঘ্নে।

মিয়ানমার সফরের অভিজ্ঞতা বাংলা ট্রিবিউনের সঙ্গে ভাগ করে নিলেন শাহবাজ। বললেন, ‘রোহিঙ্গা সমস্যার কারণে মিয়ানমারে যাওয়া নিয়ে কিছুটা দোটানায় ছিলাম। ওখানে গেলে কী হয়, এ নিয়ে দুশ্চিন্তা ছিল। এশিয়ান হকি ফেডারেশনের প্রতিযোগিতা, তাই অ্যাসাইমেন্ট পেয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ঢাকা থেকেই মনে শঙ্কা ছিল, ইয়াঙ্গুনে গিয়ে যা অনেক বেড়ে যায়। এয়ারপোর্টে অবশ্য কোনও সমস্যা হয়নি। মিয়ানমার হকি ফেডারেশনের কর্মকর্তারা আমাকে অভ্যর্থনা জানিয়েছেন।’

ব্রুনেইয়ে দলের ৫৫ বছর বয়সী গোলরক্ষক ওসমান রিজওয়ানের সঙ্গে শাহবাজ তবে মিয়ানমারে পৌঁছেও শাহবাজের বুকের কাঁপন থামেনি! হোটেল প্যাসিফিকে ভয়ে ভয়ে কাটিয়েছেন দুটি দিন। হোটেলটির পাশে ছিল মসজিদ, সেখানে জুমার নামাজও পড়েছেন। ওই মসজিদের মুয়াজ্জিনের পূর্বপুরুষ বাংলাদেশি। মুয়াজ্জিনই সাবধানে চলাফেরা করতে বলেন শাহবাজকে, ‘মিয়ানমারে শুরুতে বেশ ভয়েই ছিলাম। কী থেকে কী ঘটে যায়! দিন দুয়েক যাওয়ার পর ভয় কিছুটা দূর হয়। হোটেলের পাশের মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে আলাপ হয়। তিনি জানান, রোহিঙ্গা ইস্যুর কারণে মিয়ানমারের মুসলিমদের বেশ সতর্ক থাকতে হচ্ছে। অবশ্য সফরের শেষ দিকে ইয়াঙ্গুনের কয়েকটি আকর্ষণীয় জায়গায় নিয়ে যান আয়োজকরা।’

স্বাগতিক মিয়ানমার, হংকং, ব্রুনেই আর চাইনিজ তাইপেকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টে শাহবাজের আম্পায়ারিংয়ের প্রশংসা করেছেন অনেকে। বেশ কিছু মজার অভিজ্ঞতাও হয়েছে তার, ‘হংকং দলে ভীষণ কড়াকড়ি নিয়ম। ম্যাচে কোনও খেলোয়াড় কার্ড দেখলেই তার শাস্তি হয়। সবুজ কার্ড ২০০ আর হলুদ কার্ড দেখলে ৩০০ হংকং ডলার জরিমানা দিতে হয়। লাল কার্ড দেখলে তো এক বছরের জন্য সাসপেন্ড! ব্রুনেই দলের গোলরক্ষক ওসমান রিজওয়ানের বয়স ৫৫ বছর! এয়ারলাইন্সে কাজ করা রিজওয়ানকে এই বয়সেও খেলতে দেখে ভীষণ অবাক হয়েছি।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি