X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রোহিতের ডাবল সেঞ্চুরিতে ভারতের সমতা

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৭, ২০:৫১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২০:৫৪

ওয়ানডেতে তৃতীয় ডাবল সেঞ্চুরি রোহিত শর্মার রোহিত শর্মা একাই উড়িয়ে দিলেন শ্রীলঙ্কাকে। মোহালিতে ব্যাট হাতে ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে তৃতীয় ডাবল সেঞ্চুরি পূরণ করে এই ওপেনার খেলেন হার না মানা ২০৮ রানের ইনিংস। যাতে ৫০ ওভারে ভারত ৪ উইকেটে পায় ৩৯২ রানের বিশাল সংগ্রহ। রান পাহাড়ে চাপা পড়া লঙ্কানরা ধারে কাছেও যেতে পারেনি। অ্যাঞ্জেলো ম্যাথুজ বুক চিতিয়ে লড়াই করে সেঞ্চুরি তুলে নিলেও ৮ উইকেটে ২৫১ রানের বেশি যেতে পারেনি স্বাগতিকরা। তাতে ১৪১ রানের বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত।

প্রথম ওয়ানডেতে লজ্জাজনকভাবে হেরেছে ভারত। ঘরের মাঠে মাত্র ১১২ রানে অলআউট হওয়ার হতাশা ঝেরে ফেলার ম্যাচে নেমেছিল স্বাগতিকরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু এনে দেন অধিনায়ক রোহিত ও শিখর ধাওয়ান। উদ্বোধনী জুটিতে তারা যোগ করে ১১৫ রান। হাফসেঞ্চুরি পূরণ করে ধাওয়ান আউট হন ৬৮ রান করে।

ধাওয়ানের আউটের পর রোহিত দাঁড়িয়ে যান শ্রেয়ার আইয়ারের সঙ্গে। ২১৩ রানের জুটি গড়ার পথে রোহিত তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি। শুধু শতকে আটকে থাকেননি এই ওপেনার, ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরিও তুলে নেন ঝড়ো ব্যাটিংয়ে। প্রথম ১০০ রান করতে ১১৫ বল লাগলেও পরের ১০০ করতে তার লাগে মাত্র ৩৬ বল। শেষ পর্যন্ত তাকে আউটই করতে পারেননি লঙ্কান বোলাররা। ১৫৩ বলে ১৩ চার ১২ ছক্কায় খেলেছেন হার না মানা ২০৮ রানের ইনিংস। শ্রেয়াস আউট হওয়ার আগে করে যান ৮৮ রান।

বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই এলোমেলো শ্রীলঙ্কা। মাত্র ৩০ রানে হারায় তারা ২ উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সফরকারীরা। ব্যাটস্যানদের ব্যর্থতার দিনে একা হাতে লড়াই চালিয়ে গেছেন ম্যাথুজ। সাবেক অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১১ রান করে। ১৩২ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৯ চার ও ৩ ছক্কায়।

ভারতের সবচেয়ে সফল বোলার জুজভেন্দ্র চাহাল। ১০ ওভারে ৬০ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। ২টি উইকেট পেয়েছেন জসপ্রিৎ বোমরাহ। মোহালিতে ভারত সিরিজে সমতায় ফেরানোয় বিশাখাপত্তনমের শেষ ম্যাচটি এখন ‘অঘোষিত’ ফাইনাল। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ