X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টি-টেন লিগ খেলতে দুবাইয়ে সাকিব, যাচ্ছেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:০৭

টি-টেন লিগ খেলতে দুবাইয়ে সাকিব, যাচ্ছেন তামিম বিপিএল শেষ হতে না হতেই বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার আবার মাঠে নামছেন। সাকিব আল হাসান ও তামিম ইকবাল খেলবেন টি-টেন লিগে। কেরালা কিংসের হয়ে খেলতে এরই মধ্যে আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছে গেছেন সাকিব। তামিমেরও এই সময়ে সেখানে থাকার কথা ছিল। কিন্তু বিসিবিতে শুনানি থাকায় একদিনের ফ্লাইট পিছিয়ে বৃহস্পতিবার রাতে রওনা দিচ্ছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। তিনি খেলবেন পাখতুন্সের হয়ে।

১৪ থেকে ১৭ ডিসেম্বর শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে ছয় দলের এ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ১০ ওভারের এই প্রতিযোগিতা হবে রাউন্ড রবিন ও নকআউট পদ্ধতিতে।

বেঙ্গল টাইগার্সের বিপক্ষে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ খেলবে সাকিবের দল। বাংলাদেশ সময় রাত ১০টায় হবে ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ হবে রাত ১২টায়। অবশ্য মারাঠা অ্যারাবিয়ানসের বিপক্ষে পাখতুন্সের প্রথম ম্যাচে তামিমের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। শুক্রবার টিম শ্রীলঙ্কান ক্রিকেটের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে পাখতুন্স। শনিবার কোয়ার্টার ফাইনাল শেষে পরদিন হবে সেমিফাইনাল ও ফাইনাল। সনি ইএসপিএন সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

রংপুর রাইডার্সের বিপক্ষে বিপিএলে ‘লো স্কোরিং’ ম্যাচ শেষে মিরপুরের উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম। এজন্য কারণ দর্শানো নোটিশের পাশাপাশি শুনানিতে ডেকেছিল বিসিবি। বৃহস্পতিবার দুপুরে শুনানিতে হাজির হয়ে মন্তব্যের জন্য বোর্ডের কাছে ক্ষমা চান বাংলাদেশি ওপেনার। তাকে ভবিষ্যতে আরও সতর্ক থেকে মন্তব্য করতে বলেছে বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি।

শুনানি শেষেই দুবাইয়ের বিমান ধরার জন্য প্রস্তুতি নিয়েছেন তামিম। শহীদ আফ্রিদি ও ডোয়াইন স্মিথের মতো তারকাদের সঙ্গে মাঠ মাতাবেন তিনি। তবে মোস্তাফিজুর রহমানের পুনর্বাসন প্রক্রিয়ার জন্য আরও সময় দরকার মনে করে তাকে এই লিগে খেলার অনাপত্তিপত্র দেয়নি বোর্ড। বেঙ্গল টাইগার্সের হয়ে খেলার কথা ছিল তার।

পাখতুন্স: শহীদ আফ্রিদি (আইকন ক্রিকেটার), ফখর জামান, আহমেদ শেহজাদ, জুনায়েদ খান, সোহেল খান, উমর গুল, মোহাম্মদ ইরফান, শাহীন আফ্রিদি, ডোয়াইন স্মিথ, লিয়াম ডউসন, তামিম ইকবাল, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, আমজাদ জাভেদ ও সাকলাইন হায়দার।

কেরালা কিংস: এউইন মরগান (আইকন ক্রিকেটার), লিয়াম প্লাঙ্কেট, সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, রায়ান টেন ডেসকাট, বাবর হায়াৎ, কিয়েরন পোলার্ড, স্যামুয়েল বদ্রি, রিয়াদ এমরিত, চ্যাডউইক ওয়ালটন, নিকোলাস পুরান, সাকিব আল হাসান, পল স্টারলিং, রোহাম মুস্তফা ও ইমরান হায়দার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!