X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মালানের সেঞ্চুরিতে ইংল্যান্ডের দিন

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:২০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:২৩

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর ডেভিড মালান দিনের শুরুটা ছিল অস্ট্রেলিয়ার। আরেকবার ব্যর্থ হয়ে শুরুতেই ফিরে গেলেন অ্যালিস্টার কুক। যদিও ওই ধাক্কা কাটিয়ে দারুণ এক দিন পার করেছে ইংল্যান্ড। ডেভিড মালানের হার না মানা সেঞ্চুরি ও জনি বেয়ারস্টোর অসাধারণ ব্যাটিংয়ে পার্থ টেস্টের প্রথম দিনের শেষটা তাই সফরকারীদের। অ্যাশেজ লড়াইয়ে ফেরার মিশনে ইংল্যান্ড স্কোরে জমা করেছে ৪ উইকেটে ৩০৫ রান।

ব্রিসবেন ও অ্যাডিলেডে মালানের ব্যাট সেভাবে আলো ছড়ায়নি। এরপরও ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল এই ব্যাটসম্যানের ওপর। যার প্রতিদান দিলেন মালান পার্থে চমৎকার সেঞ্চুরি দিয়ে। অস্ট্রেলিয়ান পেস বোলারদের সামলে তিনি তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ১১০ রান নিয়ে। ১৭৪ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১৫ চার ও এক ছক্কায়।

পঞ্চম উইকেট জুটিতে মালানকে যোগ্য সঙ্গ দিয়েছেন বেয়ারস্টো। ১৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১৮তম হাফসেঞ্চুরি। মালানের সঙ্গে সমানতালে লড়ে দিন শেষে অপরাজিত আছেন ৭৫ রানে। ১৪৯ বলের ইনিংসে তার বাউন্ডারি ১০টি। মালান-বোয়ারস্টোর জুটিতেই এবারের অ্যাশেজে সবচেয়ে ভালো অবস্থানে এখন ইংল্যান্ড।

তাদের আগে টপ অর্ডারে আলো ছড়িয়েছেন মার্ক স্টোনম্যান। ভালো শুরুর পরও এই ওপেনার ইনিংস লম্বা করতে পারছিলেন না। ব্রিসবেনের প্রথম টেস্টেও হাফসেঞ্চুরি করেছেন তিনি। পার্থে এসেও তুলে নিয়েছেন ফিফটি। যদিও বেশিদূর যেতে পারেনেনি, ৫৬ রানে তাকে থামান মিচেল স্টার্ক। আরেক ওপেনার কুককেও (৭) ফিরিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার।

জেমস ভিন্সের শুরুটাও ভালো ছিল। কুক দ্রুত আউট হওয়ার পর জুটি বেঁধেছিলেন স্টোনম্যানের সঙ্গে। তবে জশ হ্যাজেলউডের বলে ২৫ রানে তাকে ফিরতে হয় প্যাভিলিয়নে। আক্রমণাত্মক শুরুর পর অধিনায়ক জো রুটও ব্যর্থ হন। প্যাট কামিন্সের বলে উইকেটরক্ষক টিম পেইনের গ্ল্যাভসবন্দি হওয়ার আগে ২৩ বলে করেন ২০ রান। যদিও মালান-বেয়ারস্টোর জুটিতে দারুণ দিন পার করেছে ইংলিশরা।

প্রথম দিনে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার স্টার্ক। ৭৯ রানে তার শিকার ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন হ্যাজেলউড ও কামিন্স। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…