X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ক্ষমা চাইলেন নিয়াজ মোর্শেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৪

নিয়াজ মোর্শেদ জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ও প্রিমিয়ার লিগ নিয়ে ফেডারেশনের সমালোচনা করেছিলেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভই ঝরেছিল তার কণ্ঠে। এখন চলছে প্রিমিয়ার দাবা লিগ, এর মাঝেই ফেডারেশন শোকজ করে নিয়াজ মোর্শেদকে। গত ১১ ডিসেম্বর শোকজ করা হয়েছিল, কেন নিয়াজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা জানাতে তিন দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল। চিঠি পেয়ে দেরি করেননি নিয়াজ, ওই দিনই ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

গত ২০ নভেম্বর বাংলা ট্রিবিউনে ‘প্রাইজমানি নিয়ে গ্র্যান্ডমাস্টার নিয়াজের ক্ষোভ’ শিরোনামে ছাপা হওয়া প্রতিবেদনে এই গ্র্যান্ডমাস্টার বলেছিলেন, ‘বর্তমানে দারোয়ানরাও এর চেয়ে বেশি টাকা পায়।’ দাবা ফেডারেশনের পরিবেশ নিয়েও ছিল নিয়াজের ক্ষোভ, ‘পরিবেশের উন্নতি না হলে কীভাবে খেলবো! একটা বাথরুমও ঠিক নেই।’ নিয়াজের এই বক্তব্য ফেডারেশন থেকে শোকজ পাঠানোর অন্যতম কারণ।

বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে শাহাবুদ্দিন শামীম বলেছেন, ‘দাবার আগের জায়গায় মহিলা খেলোয়াড়রা বৃষ্টি মাথায় নিয়ে বাথরুম ব্যবহার করতো। তখন আমরা যেনতেন হলরুম পেয়েছিলাম। এখন হলরুম সাজিয়েছি। অভিভাবকরা বসতে পারেন। বাথরুম ঠিক করেছি। আসলে নিয়াজ পরিবেশ নিয়ে কী বোঝাতে চেয়েছেন, এটার ওপর ভিত্তি করেও শোকজ করা হয়েছিল।’

বাংলা ট্রিবিউন ছাড়াও আরও কয়েকটি সংবাদমাধ্যমে দাবা ফেডারেশনকে ধুয়ে দিয়েছিলেন এই গ্র্যান্ডমাস্টার। তাই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন ফেডারেশনের এই কর্তা, ‘নিয়াজ মোর্শেদকে ১১ ডিসেম্বর শোকজ করেছিলাম। ওই দিন রাতেই তিনি উত্তর দিয়েছেন। পত্রিকায় তার সাক্ষাৎকার দেখেছি, ফাহাদ ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন। তাকে আমরা বলেছি তিন দিনের মধ্যে উত্তর দিতে- কেন মিথ্যা তথ্য দিয়েছেন, এটাই জানতে চেয়েছি। তা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তবে অতদূর আর যেতে হয়নি, নিয়াজ কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরই ক্ষমা চেয়ে নিয়েছেন। দাবা ফেডারেশনের এই কর্তার ভাষায় যা এমন, ‘ফেডারেশন তাকে বরখাস্ত করতে পারে। ফিদের কাছে কিংবা এশিয়ান চেস ফেডারেশনের কাছে পরামর্শ নিয়ে হয়তো সেটা করা হতো। লিগের পর স্বাভাবিকভাবে এ নিয়ে এজেন্ডা থাকবে। তবে আশার কথা, নিয়াজ শোকজ পাওয়ার রাতেই ক্ষমা চেয়ে উত্তর দিয়েছেন। যে কারণে এখন বিষয়টি স্বাভাবিক পর্যায়ে।’

লিগের পর সভা আছে, সেখানে নিয়াজের বিষয়টি এজেন্ডা হিসেবে থাকছেই। শাহাবুদ্দিন শামীমের ইঙ্গিত তেমনই, ‘সভায় কী হবে, তা তো বলতে পারছি না। এমন ঘটনা তো আগে ঘটেনি। আসলে খেলোয়াড়রা আমাদের সম্পদ। ওদেরকে নিয়েই আমাদের কাজ। নেতিবাচক খবর বাজারে আসুক, আমরা চাই না।’ সঙ্গে যোগ করলেন, ‘নির্বাচনের পর থেকে সর্বোচ্চ চেষ্টা করছি ভালো কিছু করার। দাবাড়ুদের উপস্থিতি বাড়ছে। বয়সভিত্তিক দল তো গত ৪৬ বছরে দেশের বাইরে যায়নি, আমরা এসে দল বাইরে পাঠাচ্ছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি