X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সুশান্ত জেতালেন চট্টগ্রাম আবাহনীকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ২০:১৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২০:১৪

চট্টগ্রাম আবাহনী-আরামবাগ ম্যাচের একটি মুহূর্ত ডাগ আউটে দেশের অন্যতম সেরা দুই কোচের লড়াই। একদিকে সাইফুল বারী টিটু, অন্যদিকে মারুফুল হক। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে টিটুর দলই। সুশান্তের একমাত্র লক্ষ্যভেদে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে আরামবাগকে। এমনিতে জয়ী দল শক্তির দিক দিয়ে এগিয়ে, বিপরীতে আরামবাগ তারুণ্যনির্ভর দল। যদিও মাঠের লড়াইয়ে জয়ের ব্যবধান সে কথা বলছে না।

বৃহস্পতিবার চট্টগ্রামের দলটি ১৩তম ম্যাচ জিতে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। প্রথম পর্বে গোলশূন্য ড্রয়ের পর জয় দেখলো জাহিদ-মামুনুলরা। ১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। অন্যদিকে সমান ম্যাচে দশম হারের স্বাদ নিয়ে আরামবাগ আগের ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৩০ মিনিটে তৌহিদুল আলম সবুজ সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি। লিগের ফিরতি পর্বে গোল করা যেন ভুলেই গেছেন এই স্ট্রাইকার। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বলে তৌহিদুলের ফ্লিক বাইরে দিয়ে যায়।

দুই মিনিট পর আরামবাগ আক্রমণে ওঠে। নাইজেরিয়ার বুকোলা বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়লেও গোল করতে ব্যর্থ হয়েছেন। প্রথমার্ধে চট্টগ্রাম আবাহনীর দুটো সুযোগ নষ্ট হয়। ৪০ মিনিটে বাঁ প্রান্ত থেকে জাহিদ হোসেনের ফ্রি কিকে নাইজেরিয়ান ডিফেন্ডার এলিসন উডোকার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে হাইতির ফরোয়ার্ড লিওনেল সেইন্ট প্রিয়াক্সের ক্রসে সবুজ হেড নিতে পারেননি।

বিরতির পর ৫৯ মিনিটে ফ্রি কিক পায় আরামবাগ। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন ক্যামেরুনের মিডফিল্ডার ইকাঙ্গা। শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে চট্টগ্রাম আবাহনী। ৭৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় দলটি। ডান দিক থেকে জাহিদের ফ্রি কিকে সুশান্তের হেড মাটিতে পড়ে আশ্রয় নেয় পোস্টে। যাতে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনী।

ম্যাচ জেতার পর কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘শিরোপা পেতে হলে গোলের সুযোগ আরও কাজে লাগাতে হবে। কোনও ভুল করা চলবে না।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা