X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আরও ধূসর সাইফ স্পোর্টিংয়ের শিরোপা স্বপ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৭, ২১:৫০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ২১:৫২

ব্রাদার্সের গোলমুখে সাইফ স্পোর্টিং ক্লাবের একটি ব্যর্থ আক্রমণ। ছবি-বাফুফে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে দুর্দান্ত পারফরম্যান্স ছিল সাইফ স্পোর্টিং ক্লাবের। ১১টি ম্যাচের ৬টিতেই জয় পেয়েছিল নবাগত দলটি। ফিরতি পর্বের প্রথম ম্যাচেও তারা হারিয়ে দিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে। তবে তারপর থেকেই সাইফের পারফরম্যান্সের অধোগতি। দুটি ড্র আর দুটি হারের পর শুক্রবার তারা গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। অথচ প্রথম পর্বে এই ব্রাদার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল সাইফ স্পোর্টিং।

আবার পয়েন্ট হারিয়ে সাইফ আরও পিছিয়ে পড়েছে শিরোপা লড়াই থেকে। চতুর্থ স্থান ধরে রাখলেও শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা। ১৭টি করে ম্যাচ খেলা চট্টগ্রাম আবাহনী আর সাইফের সংগ্রহ ৪২ আর ৩১ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের অবস্থান অষ্টম।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে বলার মতো আক্রমণ ছিল একটাই। কিন্তু ডান দিক দিয়ে আক্রমণে ওঠা জোসেফ নুরের শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে হতাশ করেছে ব্রাদার্সকে।

৭২ মিনিটে সাইফ স্পোর্টিংও পেয়েছিল সুযোগ। তবে ইংলিশ ফরোয়ার্ড চার্লি শেরিংহ্যামের শটও চলে গেছে ক্রসবারের ওপর দিয়ে।

খেলা শেষে ক্ষোভ প্রকাশ করলেন সাইফ স্পোর্টিংয়ের সহকারী কোচ হুমায়ুন কবির। তার অভিযোগ দলের দুই বিদেশি ফরোয়ার্ড শেরিংহ্যাম আর হাইতির ওয়েডসন এনসেলমের বিরুদ্ধে, ‘আমাদের দুই বিদেশি শেরিংহ্যাম আর ওয়েডসন ভালো খেলতে পারছে না। লিগের ফিরতি পর্বে আনা হলেও প্রত্যাশা পূরণ করতে পারছে না তারা।’

নবাগত দলটির মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্টও বিদেশিদের পারফরম্যান্সে হতাশ, ‘আমাদের দলের জুয়েল আর মতিন ভালো খেলছে, কিন্তু বিদেশিরা পারছে না। ওদেরই তো ব্যবধান গড়ে দেওয়ার কথা, কিন্তু তা হচ্ছে কই!’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
আজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছরআজও উদঘাটন হয়নি ৩০ জনকে জীবিত উদ্ধার করা বাবু হত্যার রহস্য
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা