X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

রোনালদোর গোলে ক্লাব বিশ্বকাপ রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৭, ০২:২৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১০:৫৩

রিয়াল মাদ্রিদের শিরোপা উদযাপন আবারও সেই ক্রিস্তিয়ানো রোনালদো। দিনকয়েক আগে পঞ্চম ব্যালন ডি’অর জেতা পর্তুগিজ যুবরাজ প্রমাণ করলেন কেন তিনি বিশ্বসেরা। ক্লাব বিশ্বকাপে তার একমাত্র গোলেই শিরোপা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্লাব ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন হলো মাদ্রিদের ক্লাবটি।

ডিয়েগো ম্যারাডোনা বাজি ধরেছিলেন গ্রেমিওকে নিয়ে। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর বাজি হারলেও রিয়ালকে সহজে জিততে দেয়নি ব্রাজিলিয়ান ক্লাবটি। প্রথমার্ধটা আটকে রেখেছিল তারা ইউরোপ চ্যাম্পিয়নদের। যদিও রোনালদোর সামনে ঠিকই হার মানতে হয় তাদের। বিশ্বসেরা খেলোয়াড়ের দুর্দান্ত ফ্রি কিকে ভেস্তে যায় তাদের সব চেষ্টা।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে রিয়াল। গ্রেমিও চেষ্টা চালিয়েছিল ইউরোপ চ্যাম্পিয়নদের রক্ষণ ভাঙার। কিন্তু দুদলের কেউই কাজে লাগাতে পারেনি সুযোগ। হতাশ হয়েই তাই রিয়ালকে যেতে হয় বিরতিতে। সেমিফাইনালের মতো বিরতি থেকে ঘুরে এসে নিজের ক্ষমতার জানান দেন রোনালদো। ব্রাজিলিয়ান দলটির বক্সের খানিকটা বাইরে ফ্রি কিক পায় রিয়াল। ডান পায়ের চমৎকার শটে গ্রেমিও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন পর্তুগিজ তারকা। কাকতালীয়ভাবে সেমিফাইনালের মতো ফাইনালেও রোনালদো লক্ষ্যভেদ করেছেন ৫৩ মিনিটে!

শেষমেষ ওই গোলটাতেই রিয়াল টানা দ্বিতীয়বারের মতো ঘরে তোলে ক্লাব বিশ্বকাপের শিরোপা। সব মিলিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে জেতা ট্রফিটি রিয়ালের তৃতীয় বিশ্বকাপ শিরোপা। গত বছরের আগে এই টুর্নামেন্ট জিতেছিল তারা ২০১৪ সালে।

সেমিফাইনালের পর ফাইনালেও গোল পেয়েছেন রোনালদো। যে গোলে আবার শিরোপা নিশ্চিত হয়েছে রিয়ালের। এরপরও এবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তিনি নন, হয়েছেন তার সতীর্থ লুকা মদ্রিচ। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন