X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

জিতেই চলেছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৭, ১০:৫৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১১:২২

টানা ১৬ ম্যাচ জিতলো ম্যানসিটি থামানোই যাচ্ছে না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে। টটেনহ্যামকে ৪-১ গোলে হারিয়ে টানা ১৬ ম্যাচ জিতলো প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা পেপ গার্দিওলার শিষ্যরা। এই জয়ে ১৪ পয়েন্ট ব্যবধান রেখে শীর্ষে রয়েছে ম্যানসিটি।

এদিন শুরু থেকে আগ্রাসী ছিল সিটি। ১৪ মিনিটে প্রথম গোলের স্বাদ পাইয়ে দেন গুনদোগান। এই অর্ধে আর সেভাবে জ্বলে উঠতে পারেনি সিটি। তবে তারা দ্বিতীয়ার্ধেই মূল খেলাটা জমিয়ে রাখে। ৭০ মিনিটে ডি ব্রুইন ৮০ ও ৯০ মিনিটে জোড়া গোল করেন স্টারলিং। এরপর অবশ্য অতিরিক্ত সময়ে একটি গোল শোধ করে টটেনহ্যাম।

যেভাবে ম্যানসিটি জিতে চলেছে তাতে ১০০ পয়েন্ট পেয়ে শিরোপার স্বপ্ন দেখতেই পারে তারা। তাহলে প্রিমিয়ার লিগ ইতিহাসে অনন্য রেকর্ড গড়বে গার্দিওলার শিষ্যরা!

অপর ম্যাচে জয় পেয়েছে চেলসিও। সাউথ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে ব্লুজরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি গোলই আসে আলোনসোর পা থেকে। এরমধ্য দিয়ে গত ১০ ম্যাচে অষ্টম জয়ের দেখা পেলো চেলসি।

ওজিলের গোলে জয় পেয়েছে আর্সেনাল এদিকে জয় পেয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনাল। নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়েছে তারা। ২৩ মিনিটে একমাত্র গোলটি করেন মেসুত ওজিল।

এই জয়ে ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চেলসি। এর আগে রয়েছে ম্যানইউ। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
প্রয়াণ দিবসে স্মরণডানপিঠে দুলু থেকে কিংবদন্তি ফারুক
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ