X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

তহুরা যেন বাংলাদেশের ‘মেসি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৮

তহুরার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ প্রতিপক্ষের সীমানায় বার বার বল নিয়ে ঢুকে পড়ছিল তহুরা আক্তার। তাকে কিছুতেই আটকাতে পারছিল না নেপালের ডিফেন্ডাররা। কখনও বাঁ দিক দিয়ে, কখনও জায়গা বদল করে অন্যপ্রান্তে গিয়ে নেপালের গোলমুখে ত্রাস সৃষ্টি করেছে তহুরা। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে হ্যাটট্রিক করে বাংলাদেশের বিশাল জয়ে যেমন অবদান রেখেছে, তেমনি সতীর্থদের অ্যাসিস্টও করেছে অনায়াসে।

গোল করার পাশাপাশি গোল বানিয়ে দিতেও তহুরা দারুণ দক্ষ। ময়মনসিংহের কলসিন্দুরের মেয়েটিকে দলের সবাই ডাকে ‘মেসি’। বল নিয়ে সব বাধা পেরিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে ফাইনাল পাস দেওয়ার পাশাপাশি নিজে গোল করার কারণে তার এমন নাম।

বার্সেলোনা তারকার নামে ডাকা হয় বলে তহুরা দারুণ খুশি। সংবাদ সম্মেলনে এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তার মন্তব্য, “এলাকার সবাই আমাকে মেসি বলে ডাকে। আমাদের এলাকায় একসময় বিদ্যুৎ ছিল না। বিদ্যুত আসার পর মেসির খেলা দেখে সবাই আরও বেশি করে ‘মেসি’ বলে ডাকে আমাকে! সবাই বলে, ‘তুমি আরও এগিয়ে যাও।”

আন্তর্জাতিক ম্যাচে আগেও হ্যাটট্রিক করেছে তহুরা। গত বছর এএফসি আঞ্চলিক পর্বে তার হ্যাটট্রিকে বাংলাদেশ ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারতকে। ১৬টি আন্তর্জাতিক গোল করা তহুরা জানালো, ‘নেপালে আর তাজিকিস্তানে খেলেছি। তাজিকিস্তানে দলের ২৫ গোলের ১০টিই আমি করেছিলাম।’ আগামী মঙ্গলবার ভুটানের বিপক্ষে পরের ম্যাচেও হ্যাটট্রিক করার স্বপ্ন তার চোখে, ‘আমার লক্ষ্য পরের ম্যাচেও হ্যাটট্রিক করা। সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। প্রতিপক্ষের বক্সে ঢোকার সময় আমার কোনও ভয় করে না। বল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে আমাকে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী