X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ধাওয়ানের সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজও ভারতের

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৭, ২১:০৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ২১:০৪

ধাওয়ান ও কার্তিক দলকে জিতিয়ে মাঠ ছাড়ছেন শুরুটা ব্যাটিংয়ে দারুণ করেছিল শ্রীলঙ্কা। কিন্তু মাঝপথে তাদের ছিটকে দিলো ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। তারা দুজনে ছয় উইকেট নিয়ে ২১৫ রানে লঙ্কানদের অলআউট করতে সবচেয়ে বড় অবদান রাখলেন। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের জয়ে ব্যাট হাতে শেষ দায়িত্ব পালন করলেন ওপেনার শিখর ধাওয়ান। দুই স্পিনারের নৈপুণ্যের পর তার সেঞ্চুরিতে ২-১ এ সিরিজ জিতলো ভারত। ৩২.১ ওভারে ২ উইকেটে ২১৯ রান করেছে ভারত।

১-১ এ সমতায় থেকে বিশাখাপত্তমে রবিবার সিরিজ নির্ধারণী ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। টস জিতে লঙ্কানদের ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। দানুশকা গুনাথিলাকাকে (১৩) শুরুতেই হারানোর পর শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের আভাস দেয় দ্বিতীয় উইকেটের জুটি। উপুল থারাঙ্গা ও সাদিরা সামারাবিক্রমা ১২১ রান যোগ করেন। কিন্তু দুজনই পুড়েছেন আক্ষেপে।

সামারাবিক্রমাকে ৪২ রানে আউট করে এই জুটি ভাঙেন চাহাল। অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি থারাঙ্গা। লঙ্কান এই ওপেনারের ৮২ বলের ইনিংস থামে কুলদীপের হাতে। ১২টি চার ও ৩টি ছয়ে ৯৫ রান করেন থারাঙ্গা। তারপর কেবল আসেলা গুনারত্নে (১৭) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (১৭) কেবল দুই অঙ্কের ঘরে রান করেছেন। ৪৪.৫ ওভারে অলআউট হয় শ্রীলঙ্কা।

চাহাল ও যাদবের ঘূর্ণিতে বিপর্যস্ত শ্রীলঙ্কা তিনটি করে উইকেট নেন চাহাল ও কুলদীপ। হার্দিক পান্ডিয়া নেন দুটি উইকেট।

মোহালিতে আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা রোহিত শর্মা সিরিজ নির্ধারণী ম্যাচে ৭ রানের বেশি করতে পারেননি। আকিলা ধনঞ্জয়া তাকে বোল্ড করেন শুরুতে। আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। ধাওয়ানের সঙ্গে শ্রেয়াস আয়ারের ১৩৫ রানের জুটিতে সহজ জয়ের পথে এগোতে থাকে ভারত। ৮৪ বলে ১৩ চার ও ২ ছয়ে ১২তম সেঞ্চুরি করা ধাওয়ান ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

শ্রেয়াস ৬৫ রানে আউট হওয়ার পর ভারতকে জয়ের বন্দরে নিতে ধাওয়ানের সঙ্গী ছিলেন দিনেশ কার্তিক। ১০০ রানে অপরাজিত ছিলেন ধাওয়ান, কার্তিক খেলছিলেন ২৬ রানে।

ম্যাচসেরা হয়েছেন কুলদীপ, আর সিরিজ সেরা ধাওয়ান। আগামী ২০ ডিসেম্বর শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়