X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ক্লাসিকোর আগে বার্সেলোনার বড় জয়

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৭, ০৩:৫২আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৪

গোল করে মেসির সঙ্গে সুয়ারেসের উদযাপন দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লা লিগায় রবিবার বড় জয় পেলো বার্সেলোনা। কিন্তু একের পর এক সুযোগ নষ্ট হওয়ার আক্ষেপে পুড়লেন লিওনেল মেসি। লুই সুয়ারেস ও পাউলিনিয়ো দুইবার করে লক্ষ্যভেদ করলেও গোল পাননি আর্জেন্টাইন তারকা। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগামী শনিবারের এল ক্লাসিকোর আগে ন্যু ক্যাম্পে ৪-০ গোলের এই জয় আত্মবিশ্বাসে এগিয়ে রাখলো বার্সাকে।

শুরুটাই হয়েছে মেসির আক্ষেপ দিয়ে। ৪ মিনিটে ডিবক্সের মধ্যে আন্দ্রেস ইনিয়েস্তা খুঁজে পান তাকে। কিন্তু আর্জেন্টাইন তারকা বল গোলপোস্টের উপর দিয়ে উঠিয়ে মারেন। ৭ মিনিটে গোল উদযাপন করতে গিয়েও পারেননি সুয়ারেস। লাইন্সম্যান অফসাইডের কারণে তার গোল বাতিল করে দেন। মেসিকে ১৪ মিনিটে বাঁ পাশে ঝাপিয়ে পড়ে ঠেকান দেপোর্তিভো গোলরক্ষক রুবেন। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী আবারও রুবেনের কাছে পরাস্ত হন ২৭ মিনিটে। অবশ্য এর দুই মিনিট পর মেসির পাস থেকে ১-০ করেন সুয়ারেস।

৩৭ মিনিটে আবারও স্বাগতিক দর্শকদের অবাক করে দিয়ে সুযোগ নষ্ট করেন মেসি। তার জোরালো শট চলে যায় গোলপোস্টের উপর দিয়ে। চার মিনিট পর আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট পোস্টে লেগে ফিরে এলে পরের শটে ব্যবধান দ্বিগুণ করেন পাউলিনিয়ো। বিরতির ঠিক আগে গোললাইন পার হওয়া সুয়ারেসের ভলি রেফারির অগোচরে ফিরিয়ে দিয়ে গোল ব্যবধান ২-০ রাখেন রুবেন।

বিরতি থেকে ফেরার দ্বিতীয় মিনিটে সার্জি রবার্তোর পাসে নিজের দ্বিতীয় গোল করেন সুয়ারেস। উরুগুয়ান স্ট্রাইকার দুই গোল পেয়ে গেলেও মেসি ঠিকানা খুঁজে পাননি। ৬৭ মিনিটে তার ফ্রি কিক পোস্টে লেগে ব্যর্থ হয়। পরের মিনিটে খুব কাছে গিয়েও লক্ষ্যভেদ করতে পারেননি ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। এমনকি ৭০ মিনিটে পেনাল্টি থেকেও গোলবঞ্চিত হন মেসি। তার শট বাঁ দিকে লাফিয়ে ফিরিয়ে দেন রুবেন। বাকি সময়ে আরও কয়েকবার দেপোর্তিভোর ডিবক্সে ঢুকেছিলেন মেসি। কিন্তু তার কাছে গোল দেখতে পায়নি দর্শকরা।

অবশ্য ৮০ মিনিটে সুযোগসন্ধানী পাউলিনিয়ো তার দ্বিতীয় গোল করেন। জর্দি আলবার শট পোস্টে লেগে ফিরে গেলে গোলমুখের একেবারে সামনে থেকে ৪-০ করেন ব্রাজিলিয়ান তারকা।

এই জয়ে ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো বার্সেলোনা। তাদের চেয়ে ৬ পয়েন্ট পেছনে অ্যাতলেতিকো মাদ্রিদ (৩৬)। ভ্যালেন্সিয়া ৩৪ পয়েন্ট নিয়ে তিনে, আর এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৩১ পয়েন্টে চার নম্বরে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি