X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বয়সের কাছে হার না মানা এক ফুটবলার

তানজীম আহমেদ
০৬ জানুয়ারি ২০১৮, ২২:০৫আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ২২:০৬

এবারের লিগে এভাবে ছয়বার গোল উদযাপন করেছেন নাসির। ছবি-ফেসবুক ফুটবল তার নেশা, ফুটবল খেলার সুবাদে চাকরি হয়েছিল সেনাবাহিনীতে। সেখানেও ফুটবল ছিল তার ধ্যান-জ্ঞান। সেনাবাহিনীর হয়ে আফ্রিকার লাইবেরিয়ায় শান্তি মিশনে গিয়েও খেলার মতো ফিটনেস ধরে রেখেছিলেন নাসিরউদ্দীন চৌধুরী। আজ তিনি ঢাকা আবাহনী আর জাতীয় দলের অপরিহার্য খেলোয়াড়।

বয়স ৩৫ বছর হলেও ডিফেন্ডার নাসির এখনও প্রতিপক্ষের কাছে মূর্তিমান আতঙ্ক। ডিফেন্সে খেললেও ওভারল্যাপ করে গোল করেন নিয়মিত। এবারের প্রিমিয়ার লিগে ছয় গোল করে আবাহনীর শিরোপা জয়ে বড় অবদান তার। শুক্রবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে শিরোপা নিশ্চিত করা জয়ে প্রথম গোল এসেছে নাসিরের হেড থেকে।

পাইওনিয়ার ফুটবল লিগে চট্টগ্রামের সাগরিকা ক্লাবে খেলে তার ক্যারিয়ার শুরু। সেনাবাহিনীতে যোগ দিয়ে শাণিত করেছেন নিজেকে। নিটল-টাটা জাতীয় লিগ, শেরে বাংলা জাতীয় প্রতিযোগিতা কিংবা ফেডারেশন কাপে একের পর এক গোল করে সবাইকে চমকে দিয়েছেন। জাতীয় লিগে তো তিনটি হ্যাটট্রিক আছে নাসিরের।

ডিফেন্ডার হয়েও নিয়মিত গোল করার পেছনে কারণ আছে। এক সময় তিনি ছিলেন স্ট্রাইকার। তবে জাতীয় দলের সাবেক কোচ জোরান দর্দেভিচের অনুপ্রেরণায় পজিশন বদলে হয়ে যান ডিফেন্ডার। ২০১০ সালে ঢাকার এসএ গেমসের আগে অনুশীলন ম্যাচ খেলার সময় ডিফেন্ডার সংকটে পড়ে যায় জাতীয় দল। সেই সময় সার্বিয়ান কোচ দর্দেভিচ ডিফেন্সে খেলার পরামর্শ দিয়েছিলেন নাসিরকে। সেই পরামর্শ মেনেই আজ তিনি পুরোদস্তুর ডিফেন্ডার।

তবে রক্ষণভাগে খেললেও গোল করার নেশা কাটেনি নাসিরের। তাই সুযোগ পেলেই ‍উঠে যান আক্রমণে। কর্নার বা ফ্রি-কিকের মতো সেটপিস থেকে গোল করতে তিনি দারুণ দক্ষ।  

সতীর্থদের কাছে একটা ডাক নাম আছে নাসিরের। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, “সেনাবাহিনীতে থাকার কারণে জাতীয় দলে ডাক পেয়েও খেলতে পারিনি।  সেনাবাহিনী ছেড়ে ফেনী সকার ক্লাবে যোগ দেওয়ার পর আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শৃঙ্খলা আর পরিশ্রম আমাকে এই পর্যায়ে এনেছে। এ দুটো জিনিস শিখেছি সেনাবাহিনী থেকে, যে কারণে অনেকে আমাকে ‘আর্মি নাসির’ বলে ডাকে।”

স্ট্রাইকার থেকে ডিফেন্ডার হলেও নাসিরের মনে কোনও আফসোস নেই। বরং ডিফেন্স থেকে উঠে গোল করতে অন্য ধরনের তৃপ্তি পান তিনি। সেজন্য কৃতজ্ঞতা জানালেন দর্দেভিচকে, ‘জোরানের সেই পরামর্শই আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। পজিশন বদলে ফেলে তিনি আমাকে খেলিয়েছেন, আমিও ঝুঁকি নিয়ে সফল হয়েছি। ক্লাব আর জাতীয় দলে বেশ কিছু গোল আছে আমার। শেখ জামালের মুখোমুখি হওয়ার আগে রুপুদা (আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু) বলেছিলেন আমাকে গোল পেতেই হবে, আর আমিও গোল করেছি।’

বয়স ৩৫ হলেও আরও কয়েক বছর খেলতে চান তিনি। ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভার খেলা অনুসরণ করেন, অনুপ্রাণিত হন রিয়াল মাদ্রিদ তারকা সের্হিও রামোসের ওপরে উঠে গোল করার দক্ষতা দেখে। নাসির বললেন, ‘বয়স যেন আমাকে হার মানাতে না পারে। ফিটনেস ধরে রাখতে কঠোর পরিশ্রম করি, নিয়ম মেনে চলি। ইতালির বুফন-টট্টিরা যদি ৪০-৪১ বছরে খেলতে পারে তাহলে আমি কেন পারবো না? যখন বুঝবো আর পারছি না, তখন নিজে থেকেই সরে দাঁড়াবো।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক