X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম আবাহনীর হারে শেখ জামাল রানার্সআপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ২০:৫৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২১:০০

সাইফ স্পোর্টিংয়ের গোলের উচ্ছ্বাসের পাশে চট্টগ্রাম আবাহনীর হতাশা। ছবি-বাফুফে শিরোপা-স্বপ্ন আগেই শেষ, রবিবার রানার্সআপ হওয়ার সম্ভাবনাও জলাঞ্জলি দিয়েছে  চট্টগ্রাম আবাহনী। সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে ৩-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় হওয়ার আশা শেষ চট্টগ্রামের দলটির। তাই রানার্সআপ নিশ্চিত হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।

টানা দ্বিতীয়বার লিগ চ্যাম্পিয়ন হওয়া ঢাকা আবাহনীর সংগ্রহ ৫১ পয়েন্ট। শেখ জামালের ৪৭, চট্টগ্রাম আবাহনীর ৪৩ আর সাইফ স্পোর্টিংয়ের সংগ্রহ ৪১ পয়েন্ট। চার দলেরই আর একটি করে ম্যাচ বাকি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই গোল করে সাইফ স্পোর্টিংয়ের জয়ে বড় অবদান ইংলিশ স্ট্রাইকার চার্লি শেরিংহ্যামের। ২৬ মিনিটে মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিমের ফ্রিকিকে হেড করে দলকে এগিয়ে দিয়েছেন তিনি।

আট মিনিট পর লিগের নবাগতদের দ্বিতীয় গোলও একই ‘কম্বিনেশনে’। ইব্রাহিমের ফ্রিকিক প্রতিপক্ষের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে এলে শেরিংহ্যামের হেডে দ্বিগুণ হয়েছে ব্যবধান। বিরতির ঠিক আগে গোল করে সাইফ স্পোর্টিংয়ের জয় নিশ্চিত করেছেন ইব্রাহিম। 

দ্বিতীয়ার্ধে কোনও দলই বলার মতো সুযোগ পায়নি। সাইফুল বারী টিটুকে বিদায় করে জুলফিকার মাহমুদ মিন্টুকে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দিয়েছে চট্টগ্রাম আবাহনী। খেলা শেষে মিন্টু বললেন, ‘ছোট ছোট ভুলের কারণে আমাদের গোল হজম করতে হয়েছে। এই মৌসুমের কথা ভুলে আমাদের এখন আগামী মৌসুম নিয়ে চিন্তা করতে হবে।’

পরের ম্যাচে ঢাকা মোহামেডান ৩-২ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে। মোহামেডানের পক্ষে নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজি দুটি এবং হাইতির মিডফিল্ডার ওয়ালসন অগাস্টিন অন্য গোল করেছেন। মুক্তিযোদ্ধার দুটি গোলই নাইজেরিয়ান মিডফিল্ডার মাগালান আওয়ালার।

২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান ধরে রেখেছে মোহামেডান। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধার অবস্থান দশম। 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক