X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রিবেরির ব্যালন ডি’অর ‘চুরি’ করেছিলেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৮, ১৬:৪১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৬:৪১

২০১৩ সালের ফিফা ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন রোনালদো, মেসি ও রিবেরি গত ১০টি বছর ধরে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার অদল-বদল হয়েছে কেবল ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে। বাকিরা ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে ফ্রাঙ্ক রিবেরির দাবি, ২০১৩ সালে তাকে ব্যালন ডি’অর না দিয়ে ‘অবিচার’ করা হয়েছে। ওইবার মেসি ও রিবেরিকে পেছনে ফেলে ক্যারিয়ারের দ্বিতীয় ব্যালন ডি’অর জিতেছিলেন রোনালদো।

বায়ার্ন মিউনিখের হয়ে ওই মৌসুমে বুন্দেসলিগা ও জার্মান কাপ জিতেছিলেন রিবেরি। শীর্ষ জার্মান লিগে ১০ গোলের পাশাপাশি সর্বোচ্চ ১৪টি অ্যাসিস্ট ছিল তার। ওইবার চ্যাম্পিয়নস লিগও জিতেছিল বায়ার্ন। পারফরম্যান্সের স্বীকৃতিতে তিনি ফিফা ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান। কিন্তু রোনালদো ওইবার রিয়ালকে কোনও শিরোপা জেতাতে না পারলেও জিতে নেন ব্যক্তিগত সেরা পুরস্কারটি।

বায়ার্ন তারকার মতে, বুন্দেসলিগা ক্লাবের হয়ে দারুণ মৌসুম কাটালেও রোনালদোর হাতে ব্যালন ডি’অর দেখাটা ছিল ‘অচিন্তনীয়’ ব্যাপার। তার কাছ থেকে ব্যালন ডি’অরটা ‘চুরি’ করা হয়েছে দাবি জানালেন ফরাসি উইঙ্গার। শুধু তাই নয়, দ্বিতীয়ও হতে পারেননি তিনি। মেসির পেছনে থেকে হয়েছেন তৃতীয়।

রিবেরি আক্ষেপ নিয়ে জানালেন, ‘এটা এমন ব্যাপার যে, এই পুরস্কার আমার কাছ থেকে চুরি করা হয়েছে। এটা অচিন্তনীয় ছিল। আমি সম্ভাব্য সব ট্রফিই জিতেছিলাম, আর কিছু বাকি ছিল না। এটা ছিল অবিচার।’

দেশের মানুষের কাছ থেকে সমর্থন পাননি অভিযোগ করলেন তিনি, ‘আমার পেছনে স্বদেশকেও পাইনি। আমি এটা স্বচক্ষে দেখতে পাচ্ছিলাম যে ফরাসিরা বলছে ক্রিস্তিয়ানোর এটা জেতা উচিত। পর্তুগিজরা কি চাইবে রিবেরি বা মেসি জিতুক? একদমই না।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?