X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বার্সায় যোগ দিয়েই মাঠের বাইরে কৌতিনিয়ো

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৮, ১৯:২১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৯:২১

বার্সেলোনার মেডিক্যালে কৌতিনিয়ো বার্সেলোনায় যোগ দেওয়ার খুশির মধ্যেই পেলেন দুঃসংবাদ! ঊরুর চোটে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন ফিলিপে কৌতিনিয়ো। খুব সম্ভবত ফেব্রুয়ারির আগে কাতালানদের জার্সিতে অভিষেক হচ্ছে না তার।

অনেক নাটক শেষে বার্সেলোনায় যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কাতালান ক্লাবটির রেকর্ড ট্রান্সফারে লিভারপুল ছেড়ে নাম লিখিয়েছেন ১৬০ মিলিয়ন ইউরোতে। সোমবার দর্শকদের সামনে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে ন্যু ক্যাম্পে। তার আগে করা মেডিক্যাল পরীক্ষায় শুনেছেন দুঃসংবাদ। ঊরুর চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে কৌতিনিয়োকে।

সোমবার সকালে বার্সেলোনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ডান ঊরুর চোটে ভুগছেন ২৫ বছর বয়সী মিডফিল্ডার, যাতে ধারণা করা হচ্ছে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এই চোটের কারণেই এভারটনের বিপক্ষে লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচ খেলা হয়নি কৌতিনিয়োর।

বার্সেলোনার দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সেল্তা ভিগোর বিপক্ষে কোপা দেল রে’র শেষ ষোলোর দ্বিতীয় লেগ মিস করবেন কৌতিনিয়ো। পাশাপাশি যদি বার্সেলোনা প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে, তাহলে শেষ আটের দুই লেগেও মাঠের বাইরে থাকতে হতে পারে। এছাড়া রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচ দুটিও খেলতে হতে পারে ব্রাজিলিয়ান তারকাকে ছাড়া। ঘরের মাঠে আলাভেসের বিপক্ষেও অনিশ্চিত তিনি। যদি তাই হয়, তাহলে ৪ ফেব্রুয়ারি এস্পানিওলের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে বার্সেলোনার জার্সিতে অভিষেক হবে তার।

চলতি প্রিমিয়ার লিগে কৌতিনিয়ো লিভারপুলের হয়ে ১৪ ম্যাচে নিজে ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭ গোল। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!