X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফরাশগঞ্জের কাছে হেরেই গেল শেখ জামাল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১৮:৫২আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৯:১৪

 

রেলিগেশন এড়াতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না ফরাশগঞ্জের।  শেখ জামাল প্রিমিয়ার লিগে রানার্স আপ হয়েছে আগেই।  তাই তাদের কাছে শেষ ম্যাচটি ছিল নিয়ম রক্ষার।  আর সেই নিয়ম রক্ষার ম্যাচেই হেরে গেছে শেখ জামাল! রেলিগেশন এড়াতে এই ম্যাচে ফরাশগঞ্জের জয় ছাড়া বিকল্প ছিল না।  পুরনো ঢাকার দলটি জিতেছে ৩-১ গোলে!

অথচ প্রথম পর্বে এই ফরাশগঞ্জকেই ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল শেখ জামাল। তাই এই ম্যাচ জন্ম দিয়েছে নানা জল্পনা-কল্পনার! যদিও সেসব মানতে নারাজ শেখ জামাল কোচ মাহবুব হোসেন রক্সি, ‘কার্ড ও ইনজুরি সমস্যার কারণে একাদশই তো ঠিকমতো হচ্ছিল না। এছাড়া লিগে আগেই রানার্স আপ হওয়াতে দলের খেলোয়াড়দের শারীরিক ভাষাও ছিল ঢিলেঢালা। এই ম্যাচে অন্য কিছু ভাববার অবকাশ নেই।’

জল্পনা-কল্পনার আরেক কারণ হলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালের ম্যাচে ছিল না চির চেনা সেই ধার। হালকা মেজাজে খেলেছে তারা। এই সুযোগে ম্যাচের ২৪ মিনিটে এগিয়ে যায় ফরাশগঞ্জ। মোহাম্মদ লিংকনের বাড়ানো বলে নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেডু ম্যাথিউ কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন। ডিফেন্ডার আনিসুর আলম সুইট ও গোলরক্ষক মোহাম্মদ নাইমকে গোল বাঁচাতে তেমন চেষ্টা করতে দেখা যায়নি!

চার মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে ফরাশগঞ্জ। বক্সের মধ্যে নাইজেরিয়ার এই ফরোয়ার্ডকে গোলরক্ষক নাইম ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। চিনেডু ব্যবধান দ্বিগুণ করতে ভুল করেননি। ৩৫ মিনিটে ৩-০ করে নেয় ফরাশগঞ্জ। চিনেডুর বাড়ানো বলে শেখ জামালের ডিফেন্ডারদের ‘নিষ্ক্রিয়তায়’ গোল করেন মোহাম্মদ আলমগীর।

শেখ জামালের নিষ্ক্রিয়তার পর ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গাম্বিয়ার সলোমন কিং তাদের হয়ে একমাত্র গোল শোধ দেন।

২২ ম্যাচে ১৪ জয় ও পাঁচ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ শেষ করছে শেখ জামাল। সমান ম্যাচে চতুর্থ জয় নিয়ে ফরাশগঞ্জ ১৭ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে উঠে এসেছে। শনিবার সাইফ স্পোর্টি ও রহমতগঞ্জ (১৫ পয়েন্ট) ম্যাচের ওপর নির্ভর করবে কোন দল অবনমিত হবে। তাই ফরাশগঞ্জ গুরুত্বপূর্ণ ম্যাচে তিন পয়েন্ট পাওয়ায় দলের কর্মকর্তা মানস বোস বাবুরাম ম্যাচ নিয়ে জানান, ‘আমরা মরণ কামড় দিয়ে ম্যাচ জিতেছি। তিন পয়েন্ট দরকার ছিল, সেটা নিতে পেরেছি। প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলেই তিন গোল এসেছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা