X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রোনালদোর মতে বার্সা ছেড়ে পিছিয়ে গেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০১৮, ১৬:৪৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৭:২৫

রোনালদোর মতে বার্সা ছেড়ে পিছিয়ে গেছেন নেইমার প্যারিস সেন্ত জার্মেইয়ে গিয়ে আরও ঝলমলে নেইমার। যদিও বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদোর মতে, বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছে তাকে।

২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিজেও খেলেছেন বার্সেলোনার জার্সিতে। এক মৌসুম কাটিয়ে লা লিগার ৩৭ ম্যাচে করেছিলেন ৩৪ গোল। ব্রাজিল জাতীয় দলের পূর্বসূরির পথ ধরে নেইমারও নাম লিখিয়েছিলেন কাতালান ক্লাবটিতে। যদিও রোনালদোর মতো এক মৌসুম নয়, লম্বা সময় ধরেই ছিলেন তিনি ন্যু ক্যাম্পে। চার মৌসুম কাটিয়ে হঠাৎই গত গ্রীষ্মের দলবদলে পাড়ি দিয়েছেন নেইমার পিএসজিতে। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে ফরাসি ক্লাবে যোগ দেন ২২২ মিলিয়ন ইউরোতে।

মেসির ছায়া থেকে বেরিয়ে নিজের ফুটবল উন্নতির জন্য নেইমার সিদ্ধান্তটি নিয়েছেন বলে মনে করেন ফুটবল বিশ্লেষকরা। যদিও সিদ্ধান্তটা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য যুক্তিপূর্ণ হয়েছে কিনা, তাতে সন্দেহ আছে রোনালদোর। বার্সেলোনার মতো ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটা নেইমারকে পিছিয়ে দিয়েছে বলেও মনে করেন তিনি। ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়ার পর নেইমার পিএসজির জার্সিতে ২০ গোল করার পরও সাবেক ব্রাজিলিয়ান তারকা জিকোর কাছে দেওয়া ইউটিউব সাক্ষাৎকারে রোনালদোর দাবি, ‘খেলোয়াড়ি দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্তটা (নেইমারকে) পিছিয়ে দিয়েছে। যদিও এখানে চ্যালেঞ্জটাও রয়েছে, যেটা প্রত্যেকেই নিতে চায়।’

বার্সেলোনা ছেড়ে ইন্টার মিলানে যোগ দেওয়ার উদাহরণ টেনে রোনালদো বললেন, ‘একটা সময় আমিও বার্সেলোনায় খেলেছি এবং তারপর চলে যাই ইন্টারে, যখন ইতালিয়ান লিগ ছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!