X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘পারফরম্যান্স দিয়েই দলে জায়গা পেতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৮, ১৯:৩৮আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৯:৩৮

জাতীয় হকি দলের কোচ মাহবুব হারুন ওমানে এশিয়ান গেমস বাছাই পর্বের মিশনে আগেভাগেই হকি দল নিয়ে মাঠে নেমে পড়েছেন কোচ মাহবুব হারুন। ৯ থেকে ১৬ মার্চের আসরে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে ইন্দোনেশিয়ার গেমসে জায়গা করে নেওয়ার স্বপ্ন তার।

এই জন্য ফিটনেসের দিকে দৃষ্টি দিচ্ছেন কোচ। শতভাগ ফিট খেলোয়াড় নিয়েই ওমানে উড়াল দেওয়ার ইচ্ছা হারুনের। মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরুতে হালকা অনুশীলন হলেও ৩৮ জনের দল ছোট হয়ে আসবে। তখন ২৬ কিংবা ২৮ জন নিয়ে হবে আবাসিক ক্যাম্প। এই প্রাথমিক দলটি সিনিয়র-জুনিয়রের সমন্বয়ে গড়া। কোচ মাহবুব হারুন শুরুতে ফিটনেসের ওপর জোর দিচ্ছেন। কোচের চাওয়া মুখ চিনে নয়, পারফরম্যান্স দিয়েই চূড়ান্ত দলে জায়গা করে নিতে হবে।

কোচ মাহবুব হারুনের ভাষায় যা এমন, ‘আমার দলে যারা অনুশীলনে পারফর্ম করে দেখাতে পারবে, তারাই ওমানের দলে সুযোগ পাবে। এখানে কে সিনিয়র, কে জুনিয়র, তা দেখা হবে না। পারফরম্যান্সকেই প্রাধান্য দেওয়া হবে। বাছাই পর্বে যেন চ্যাম্পিয়ন হতে পারি, সেই ইচ্ছা আছে। কেননা আমরা বাছাই পর্বের প্রায় সবকটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছি। এখানে স্বাগতিক ওমান ছাড়াও শ্রীলঙ্কা বড় প্রতিপক্ষ। আমরা সব বাধা পেরিয়ে শীর্ষস্থানে যেতে চাই।’

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ ষষ্ঠ হলেও আহামরি কিছু করে দেখাতে পারেনি। এ নিয়ে জাতীয় হকি দলের কোচের ব্যাখ্যা, ‘এশিয়া কাপে দর্শক, সাবেক খেলোয়াড় ও মিডিয়ার চাপে ছেলেরা তেমন ভালো খেলতে পারেনি। যে সব জায়গায় ভালো করেনি, সেগুলো নিয়ে এবার কাজ হবে। আশা করছি দল আগের চেয়ে ভালো খেলবে।’

প্রাথমিক দলে সুযোগ পাওয়াদের অন্যতম মনোজ বাবু। কম্বাইন্ড এফসির এই খেলোয়াড় চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার ব্যাপারে আশাবাদী, ‘জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পাওয়ায় খুবই উচ্ছ্বসিত। আমার পজিশনে অনেক ভালো খেলোয়াড় রয়েছেন। তাদের টপকে চূড়ান্ত দলে জায়গা করে নেওয়া কঠিন। তবে আমার বিশ্বাস নিজেকে প্রমাণ করে শিগগিরই জাতীয় দলে খেলব।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!