X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুব বিশ্বকাপে পাকিস্তানকে হারালো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৮, ১৮:০২আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৮:০৭

দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন দারউইশ রাসূলি দুইবারের সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান যুব বিশ্বকাপে শুরুতেই অঘটনের শিকার। ‘ডি’ গ্রুপে আফগানিস্তান তাদের হারিয়েছে ৫ উইকেটে। ‘এ’ গ্রুপে ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের যুব দল ‘বি’ গ্রুপে পাপুয়া নিউ গিনির বিপক্ষে জিতেছে ১০ উইকেটে।

নিউজিল্যান্ডে পাকিস্তানের জন্য হতাশার দিন ছিল শনিবার। ডানেডিনে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয়টি তারা কিউইদের কাছে হেরেছে। সুবিধা করতে পারলো না পাকিস্তানের যুব দলও। ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দল দারউইশ রাসূলির হাফসেঞ্চুরিতে সহজে জিতেছে। ৭৬ বলে ৭৮ রানে অপরাজিত ছিলেন তিনি। ইকরাম আলী খিলের (৪৬) সঙ্গে তার ৭৫ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। ৪৭.৩ ওভারে ৫ উইকেটে তারা করে ১৯৪ রান।

পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে। উইকেটরক্ষক রোহাইল নাজির ৮১ রান করে দলকে টেনে তোলেন। আলী জায়রাব আসিফের (৩০) সঙ্গে তার ৮৮ রানের জুটি ছিল উল্লেখযোগ্য। আজমতউল্লাহ ওমরজাই ও কাইস আহমেদ তিনটি করে উইকেট নিয়ে পাকিস্তানকে ১৮৮ রানে অলআউট করেন।

ফিন অ্যালেনের শতকে জিতেছে নিউজিল্যান্ড কিগান সিমন্স ও কিমানি মেলিয়াসের ১২৩ রানের জুটিতে বড় স্কোরের আভাস দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রাচিন রবীন্দ্র ও ম্যাথু ফিশার তিনটি করে উইকেট নিয়ে উইন্ডিজদের বেশিদূর এগোতে দেননি। ৮ উইকেটে ২৩৩ রান করে তারা।

২৩৪ রানের লক্ষ্যে নেমে ফিন অ্যালেনের অপরাজিত ১১৫ রানে ৩৯.৩ ওভারে জিতে যায় নিউজিল্যান্ড। জ্যাকব ভুলা ৮৩ রান করেন।

মাধেভেরে তিন উইকেট নেন ও দলকে ব্যাট হাতে জিতিয়ে মাঠ ছাড়েন লিংকনে আগে ব্যাট করতে নেমে পাপুয়া নিউ গিনি অলআউট হয় ৯৫ রানে। ওয়েসলে মাধেভেরে তিনটি ও শুম্বা দুটি উইকেট নেন। লক্ষ্যে নেমে কোনও উইকেট হারায়নি জিম্বাবুয়ে। মাধেভেরে ও গ্রেগরি ডলারের অপরাজিত ৯৮ রানের জুটিতে ১৪ ওভারে জেতে তারা। মাধেভেরে ৫৩ ও ডলার ৪১ রানে টিকে ছিলেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা