X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তবু ‘আগ্রাসী’ থাকার সংকল্প সাব্বিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৮, ২১:১১আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২১:১৫

শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সাব্বির। ছবি-বিসিবি সময়টা তেমন ভালো যাচ্ছে না সাব্বির রহমানের। রান মোটামুটি করলেও মাঠের বাইরে একের পর এক বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়ছেন তিনি। তিনটি ডিমেরিট পয়েন্ট নিয়ে তার সামনে এখন নিষেধাজ্ঞার শঙ্কা। তবে সে সব নিয়ে না ভেবে যথারীতি আগ্রাসী ভূমিকায় থাকার সংকল্প সাব্বিরের কণ্ঠে।  

২০১৬ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচের পর শাস্তি পান সাব্বির। ওই ম্যাচে রশিদ খানের বলে এলবিডাব্লিউ হওয়ার পর বিরক্তি প্রকাশ করেন তিনি। আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হয় তার নামের পাশে। তিনিই ইতিহাসের প্রথম ডিমেরিট পয়েন্ট পাওয়া ক্রিকেটার।

পরের মাসেই ইংল্যান্ডের জস বাটলারের সঙ্গে বিবাদে জড়িয়ে আরেকটি ডিমেরিট পয়েণ্ট পান সাব্বির। তাই তিনি এখন খাদের কিনারে! আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার চারটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট বা দুটি ওয়ানডে অথবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন।

তবে এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়েও সাব্বির নির্বিকার। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনের পর তিনি সাংবাদিকদের বললেন, ‘আমার মাথায় এখন নেতিবাচক কিছু নেই। ডিমেরিট পয়েন্ট নিয়েও ভাবছি না। এক পয়েন্ট হোক বা ১০ পয়েন্ট, কোনও সমস্যা নেই। চেষ্টা করবো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলার।’ এরপর ভক্তদের উদ্দেশে তার মন্তব্য, ‘সাব্বির অবশ্যই আগ্রাসী থাকবে, সব সময় থাকবে।’

গত মাসে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ড চলার সময় একজন কিশোরকে মারধর করায় কঠিন শাস্তি পেয়েছেন সাব্বির। ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি ২০ লাখ টাকা জরিমানা এবং বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি। এই আক্রমণাত্মক ব্যাটসম্যান অবশ্য অতীত নিয়ে পড়ে না থেকে নতুন বছর নতুনভাবে শুরু করতে চান, ‘মানুষ হিসেবে আমার ওপরে এই ঘটনা অনেক প্রভাব ফেলেছে। তবে পেশাদার খেলোয়াড় হিসেবে অতীত নিয়ে চিন্তা করতে চাই না। যা হওয়ার হয়েছে, ওই ঘটনার প্রভাব যাতে আমার খেলায় না পড়ে, তা নিয়ে চিন্তা করছি। দলকে কিছু দিতে চাই, কারণ আমি বাংলাদেশের পতাকা বহন করছি।’

৪৬টি ওয়ানডে খেললেও এখনও সেঞ্চুরির দেখা পাননি। পাঁচটি হাফসেঞ্চুরিতে ২৬.৬২ গড়ে মোট রান ৯৮৫, সর্বোচ্চ ৬৫। ত্রিদেশীয় সিরিজেই সেঞ্চুরির আক্ষেপ দূর করতে চান সাব্বির, ‘ওয়ানডেতে এখনও সেঞ্চুরির দেখা না পেয়ে আমি হতাশ। এই সিরিজে আগ্রাসী ব্যাটিং করে আক্ষেপটা দূর করতে চাই, আমার প্রস্তুতিও ভালো।’

‘টেম্পারমেন্টের অভাবেই কি আপনি বড় ইনিংস খেলতে ব্যর্থ হচ্ছেন? এমন প্রশ্নে সাব্বিরের জবাব, ‘এটা টেম্পারমেন্টের ব্যাপার না, আমার খেলার ধরনই এমন। আগে যখন তিন নম্বরে খেলতাম, তখন ব্যাপারটা অন্য রকম ছিল। এখন পাঁচ, ছয় বা সাত নম্বরে ব্যাটিংয়ে নামার কারণে আমার দায়িত্ব ভিন্ন। এখন শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জয় এনে দেওয়ার চেষ্টা করি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!