X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারালো ভারত

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৮, ১৫:৫৮আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৬:০৬

ভারতের ব্যাটিং অর্ডারের কাছে পাত্তা পায়নি অস্ট্রেলিয়ার বোলাররা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় দিনে জয় পেয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাঅস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়েছে ভারতদিনের অপর ম্যাচে কেনিয়াকে ১৬৯ রানের বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ডকে উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করে ৮ উইকেটে ২০৭ রান তুলে আয়ারল্যান্ড। তাদের ওপেনার গ্র্যাসি ৭৫ রান তুললেও বাকিরা ছিলেন ব্যর্থ। লঙ্কানদের হয়ে অধিনায়ক কামিন্দু মেন্ডিস ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ছিলেন সফল।

শ্রীলঙ্কার জয়ে ম্যাচসেরা হন লাকশান। জবাবে শ্রীলঙ্কা শুরুতেই হোঁচট খেয়েছিল। ৪ রানে প্রথম উইকেট হারানোর পর এক পর্যায়ে ৫১ রানে হারিয়ে বসে ৩ উইকেট। তবে ওপেনার ধনঞ্জয় লাকসানই ছিলেন ম্যাচ জয়ের নায়ক। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ৩৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। লাকশান ১০১ রানে অপরাজিত ছিলেন আর ৭৪ রানে অপরাজিত ছিলেন বল হাতে সফল কামিন্দু মেন্ডিস। ম্যাচসেরা হন লাকশান।

অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ৭ উইকেটে ৩৪১ রানের বিশাল সংগ্রহ গড়ে। অধিনায়ক ভ্যান টোন্ডার ছিলেন বেশি আগ্রাসী। বিদায় নেওয়ার আগে করেন ১৪৩ রান। জবাবে প্রোটিয়া বোলারদের প্রতিরোধে ৭ উইকেটে ১৭২ রান তুলতে পারে কেনিয়া। সর্বোচ্চ ৪১ রান আসে জাসরাজ কুন্ডির ব্যাট থেকে।

দিবা-রাত্রির ম্যাচে ভারতের বিপক্ষে সেভাবে জ্বলে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। শক্তিশালী ব্যাটিং লাইন আপের ভারত টসে জিতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩২৮ রানের সংগ্রহ গড়ে। ওপেনিং জুটিতে আসে ১৮০ রান। ওপেনার পৃথ্বি শ ছিলেন সর্বোচ্চ স্কোরার। যদিও ৯৪ রানে বিদায় নিতে হয়েছে ভারতীয় অধিনায়ককে। আরেক ওপেনার মানজোত কালরা ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। বিদায় নেওয়ার আগে করেন ৮৬ রান।  অসিদের পক্ষে ৬৫ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জ্যাক এডওয়ার্ডস।

জবাবে অস্ট্রেলিয়া ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি। ওপেনার এডওয়ার্ডসের ৭৩ রানই ছিল সর্বোচ্চ। নিয়মিত বিরতিতে উইকেট হারানো অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ৪২.৫ ওভারে গুটিয়ে যায় ২২৮ রানে।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন শিবরাম মাভি ও কামলেশ নাগারকোটি।  ম্যাচসেরা হন অধিনায়ক পৃথ্বি শ। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫