X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ যুব দল

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ১১:০৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১১:২৯

মূল জুটি ছিল আফিফ ও হৃদয়ের।

 আফিফ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুব দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৬৬ রানে হারিয়েছে সাইফ হাসানের দল। এর আগে হারায় নামিবিয়াকে।

শুরুতে টস জিতে ৮ উইকেটে ২৬৪ রান তুলে প্রস্তুতি ম্যাচে হোঁচট খাওয়া বাংলাদেশ। তাদের শুরুটাও ছিল হোঁচট খেয়ে। ২৯ রানের মাঝে ফিরে গেছেন পিনাক ঘোষ ও অধিনায়ক সাইফ। মোহাম্মদ নাইম ওপেনিংয়ে অপরপ্রান্ত ধরে প্রতিরোধ দিয়েছিলেন। কিন্তু তাকে ৪৭ রানে ফেরান রোমেল শাহজাদ। এরপর মূল প্রতিরোধটা দেন তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন। তৌহিদ খেলেন ১২২ রানের অনবদ্য এক ইনিংস। অপর দিকে আফিফ বোল্ড হয়ে ফেরার আগে করেন ৫০। এই দুইজনের ব্যাটে ভর করেই ২৬৪ রান তুলে বাংলাদেশ যুবদল।

কানাডার পক্ষে বোলার ফয়সাল জামখান্দি ছিলেন সফল। ৮ ওভারে ৪৮ রান দিয়ে নেন ৫ উইকেট।

জবাবে কানাডা অবশ্য শুরুতে ছিল ধীরস্থির। ৯ ওভার পর্যন্ত দেখে শুনে খেলছিল তারা। আর দেখে শুনে খেলতে থাকা কানাডার মনোযোগে কাঁপন ধরান আফিফ। তার বোলিংয়েই টপ অর্ডার থিতু হতে পারেনি। তারা ৪৯.৩ ওভারে গুটিয়ে যায় ১৯৮ রানে। সর্বোচ্চ ৬৩ রান আসে অধিনায়ক আরস্লান খানের ব্যাট থেকে।  আর হুমকি হয়ে দাঁড়ানো এই ব্যাটসম্যানকেই ফেরান আফিফ। 

আফিফ ১০ ওভারে ৪৩ রান দিয়ে নেন ৫ উইকেট। দুটি নেন হাসান মাহমুদ। একটি করে নেন কাজী অনিক, রবিউল হক ও সাইফ হাসান।  ব্যাট-বলে জ্বলে উঠা আফিফ হোসেন হয়েছেন ম্যাচসেরা। 

 

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক