X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাজঘরে হাফসেঞ্চুরিয়ান সিকান্দার রাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৪:৪০আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৪:৫১

বিপর্যয়ে পড়া জিম্বাবুয়ের ইনিংসে প্রাণ ফেরাচ্ছিলেন সিকান্দার রাজা। ৮১ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া জিম্বাবুয়ের ইনিংসে প্রাণ ফেরাচ্ছিলেন সিকান্দার রাজা। পিজে মুরকে নিয়ে ৫০ রানের জুটি গড়েছিলেন। সেই জুটিই দলীয় ১৩১ রানে ভেঙে গেলো নিজেদের ভুলে! দ্রুত রান নিতে গিয়ে বিদায় নিয়েছেন হাফসেঞ্চুরিয়ান সিকান্দার রাজা। জিম্বাবুয়ের সংগ্রহ ৪৪ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান।

সিকান্দার রাজাই ছিলেন ধীরস্থির। ৯৯ বলের ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছয়। এর আগে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া শুরু হয় জিম্বাবুয়ের। সেই জিম্বাবুয়ের হয়ে প্রতিরোধ দেওয়ার চেষ্টায় ছিলেন ম্যালকম ওয়ালার। যদিও সানজামুলের ২৬তম ওভারে ভেঙে যায় সেই প্রতিরোধ। ১৩ রানে প্রথম স্লিপে সাব্বিরকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। একই ওভারে দ্বিতীয় বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ওয়ালার। ফিরতি ক্যাচ লুফে নিতে পারেননি সানজামুল।

টস হেরে খেলতে নামা জিম্বাবুয়ের বিপক্ষে শুরুটা সাকিব আল হাসানের স্পিন দিয়ে করে বাংলাদেশ।  আর দ্বিতীয় বলেই সাফল্য পান বিশ্বসেরা অলরাউন্ডার। উইকেটের বাইরে এসে খেলতে গিয়েছিলেন ওপেনার সলোমন মিরে। তাতেই তার উইকেট ভেঙে স্টাম্পড করে দেন মুশফিকুর রহিম। এক বল বিরতি দিয়ে আবার সাকিবের আঘাত। এবার সরাসরি ক্যাচ উঠিয়ে দেন মিড উইকেটে সাব্বির রহমানের কাছে।

প্রথম ওভারে জোড়া আঘাতের পর কিছুক্ষণ সেই পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। ২৮ রান আসে জুটিতে। জুটি ভয়ানক হওয়ার আগেই ভেঙে দেন অধিনায়ক মাশরাফি। কট বিহাইন্ড হয়ে ১৫ রানে ফেরেন এই ওপেনার। সঙ্গী ব্রেন্ডন টেলরকেও থিতু হতে দেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ২৪ রানে তার কাটারেই মুশফিকের তালুবন্দি হন টেলর।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা