X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৫:১৮আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৬:২৪

একমাত্র হাফসেঞ্চুরিয়ান ছিলেন সিকান্দার রাজা দীর্ঘদিন পর ঘরের মাঠে ওয়ানডে খেলছে বাংলাদেশ।  ত্রিদেশীয় সিরিজে খেলতে নেমেই নিজেদের দাপট দেখিয়েছে স্বাগতিকরা। জিম্বাবুয়েকে ১৭০ রানে গুটিয়ে দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

টস নিয়ে ভাবতে হয়নি বাংলাদেশকে। কুয়াশা ঘেরা মিরপুরে সকালে টস জিতেই ফিল্ডিং নেন মাশরাফি।  আর খেলতে নামা জিম্বাবুয়ের বিপক্ষে শুরুটা সাকিব আল হাসানের স্পিন দিয়ে করে বাংলাদেশ।  আর দ্বিতীয় বলেই সাফল্য পান বিশ্বসেরা অলরাউন্ডার। উইকেটের বাইরে এসে খেলতে গিয়েছিলেন ওপেনার সলোমন মিরে। তাতেই তার উইকেট ভেঙে স্টাম্পড করে দেন মুশফিকুর রহিম। এক বল বিরতি দিয়ে আবার আঘাত হানেন সাকিব। এবার সরাসরি ক্যাচ উঠিয়ে দেন মিড উইকেটে সাব্বির রহমানের কাছে।

প্রথম ওভারে জোড়া আঘাতের পর বিপদ সামলানোর চেষ্টা করেন হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। ২৮ রান আসে জুটিতে। জুটি ভয়ানক হওয়ার আগেই ভেঙে দেন অধিনায়ক মাশরাফি। কট বিহাইন্ড হয়ে ১৫ রানে ফেরেন এই ওপেনার। সঙ্গী ব্রেন্ডন টেলরকেও থিতু হতে দেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ২৪ রানে তার কাটারেই মুশফিকের তালুবন্দি হন টেলর।

৫১ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া শুরু হয় জিম্বাবুয়ের। সেই জিম্বাবুয়ের হয়ে প্রতিরোধ দেওয়ার চেষ্টায় ছিলেন ম্যালকম ওয়ালার। যদিও সানজামুলের ২৬তম ওভারে ভেঙে যায় সেই প্রতিরোধ। ১৩ রানে প্রথম স্লিপে সাব্বিরকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।  একই ওভারে দ্বিতীয় বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ওয়ালার।  ফিরতি ক্যাচ লুফে নিতে পারেননি সানজামুল।

এরপর জিম্বাবুয়ের ইনিংসে প্রাণ ফেরাতে জোর চেষ্টায় ছিলেন সিকান্দার রাজা। পিজে মুরকে নিয়ে ৫০ রানের জুটি গড়েছিলেন। সেই জুটিই দলীয় ১৩১ রানে ভেঙে যায় নিজেদের ভুলে! দ্রুত রান নিতে গিয়ে বিদায় নিয়েছেন হাফসেঞ্চুরিয়ান সিকান্দার রাজা। বাকিদের চেয়ে সিকান্দার রাজা ছিলেন ধীরস্থির। ৯৯ বলের ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছয়।

শেষ দিকে ক্রেমার ও মুরের ৩০ রানের ছোট পার্টনারশিপই ছিল জিম্বাবুয়ের শেষ দিকের প্রতিরোধ। দলীয় ১৬১ রানে এই প্রতিরোধ ভাঙেন সাকিব। রুবেল হোসেনের কাছে ক্যাচ দিয়ে ফেরন ক্রেমার (১২)।  এরপর বাংলাদেশের বোলিং তোপে আর টিকতে পারেনি জিম্বাবুয়ে।  মোস্তাফিজের বলে মুজারাবানি বোল্ড হলে ৪৯ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

সাকিব আল হাসান ১০ ওভারে ৪৩ রান দিয়ে নেন ৩ উইকেট। দুটি নেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। একটি করে নেন সানজামুল ও মাশরাফি বিন মুর্তজা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট