X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে বছর শুরু টাইগারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৮, ১৮:০৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২০:০৫

৮৪ রানে অপরাজিত ছিলেন তামিম (ছবি: আইসিসি) ৮ বছর পর দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ, নতুন বছরের প্রথম প্রতিদ্বন্দ্বিতা। শুরুটা তাই জয় দিয়ে করতে চেয়েছিল বাংলাদেশ। সফলও হলো তারা। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য ও তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে দাপুটে জয় পেলো বাংলাদেশ। সোমবার সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে তারা। ম্যাচসেরা হয়েছেন সাকিব।

জিম্বাবুয়েকে ১৭০ রানে অলআউট করতে সাকিব ৩ উইকেট নিয়ে সবচেয়ে বড় অবদান রাখেন। ব্যাট হাতে করেন ৩৭ রান। তবে ব্যাট হাতে শেষটা করেন তামিম। ৮৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশি ওপেনার। ২৮.৩ ওভারে ২ উইকেটে ১৭১ রান করে স্বাগতিকরা।

র‌্যাংকিংয়ের ১০ নম্বর দলের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ছিল বাংলাদেশ। দুই বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ডাক পাওয়া এনামুল হক বিজয় ছোটখাটো ঝড় তোলেন। যদিও তাকে থামতে হয়েছে ১৯ রানে। তামিমের সঙ্গে তার উদ্বোধনী জুটি ছিল ৩০ রানের। চতুর্থ ওভারের শেষ বলে সিকান্দার রাজাকে উইকেট দেন এনামুল। লেগ সাইডে ডিপে দাঁড়ানো ক্রেইগ আরভিন তার ক্যাচ ধরেন। চারটি বাউন্ডারি ছিল প্রায় তিন বছর পর ওয়ানডে দলে জায়গা পাওয়া এনামুলের।

এরপর দ্বিতীয় উইকেটে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে থাকেন তামিম-সাকিব জুটি। দলের স্কোর ১০০ ছাড়িয়ে নেন তারা দুজন। কিন্তু সিকান্দারের বলে এলবিডাব্লিউ হন সাকিব। জোরালো আবেদন আম্পায়ার নাকচ করে দিলে রিভিউ নেয় জিম্বাবুয়ে, সিদ্ধান্ত যায় তাদের পক্ষে। ভাঙে ৭৮ রানের এই জুটি। ৪৬ বলের ইনিংসে সাকিব মারেন ৫টি বাউন্ডারি। তিনি আউট হওয়ার পর তামিম ৬৬ বলে পান ৩৯তম ফিফটি। ৯৩ বলে ৮ চার ও ১ ছয়ে ইনিংস সেরা রান করেন তিনি। মুশফিক  অপরাজিত ছিলেন ১৪ রানে।

বাংলাদেশের দুটি উইকেটই পেয়েছেন সিকান্দার।

ম্যাচসেরা হয়েছেন সাকিব। শুরুতেই দুই উইকেট নেন তিনি (ছবি: আইসিসি) এর আগে কুয়াশায় আচ্ছন্ন মিরপুরে টস জিতে ফিল্ডিং নেন মাশরাফি মুর্তজা। অধিনায়কের সিদ্ধান্ত বিফলে যায়নি। প্রথম ওভারে জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নেন সাকিব। দ্বিতীয় বলে সলোমন মিরে স্টাম্পিং হন। এক বল বিরতি দিয়ে সাকিব ফেরান ক্রেইগ আরভিনকে। মিড উইকেটে সাব্বির রহমানের হাতে ক্যাচ দেন আরভিন।

প্রথম ওভারে জোড়া আঘাতের পর বিপদ সামলানোর চেষ্টা করেন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। তাদের প্রতিরোধ ভেঙে দেন মাশরাফি। ২৮ রানের জুটি গড়ে মাসাকাদজা (২৫) মুশফিকুর রহিমকে ক্যাচ দেন। কিছুক্ষণের মধ্যে টেলর ২৪ রানে মোস্তাফিজের শিকার হন। দলীয় ৮১ রানে জিম্বাবুয়ে তাদের পঞ্চম উইকেট হারায় সানজামুল ইসলামের বলে। ম্যালকম ওয়ালার ১৩ রানে আউট হন।

ধুঁকতে থাকা জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পিটার মুর ও সিকান্দার রাজার ৫০ রানের জুটিতে। ইনিংস সেরা ৫২ রান করে সাকিব ও মুশফিকের কম্বিনেশনে রান আউট হন সিকান্দার। মুরের সঙ্গে অধিনায়ক গ্রায়েম ক্রেমারের ৩০ রানের জুটিতে সর্বশেষ প্রতিরোধ গড়েছিল জিম্বাবুয়ে। এই জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের প্রতিপক্ষ। ৯ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারায় তারা। রুবেল দলের ৪৮তম ওভারে টানা দুটি উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। মুরকে ৩৩ রানে বোল্ড করার পর তেন্দাই চাতারাকে পরের বলেই বোল্ড করেন, কিন্তু রুবেলের হ্যাটট্রিক হয়নি। ৪৯তম ওভারের শেষ বলে মুজারাবানিকে আউট করে জিম্বাবুয়েকে গুটিয়ে দেন মোস্তাফিজ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাকিব। মোস্তাফিজ ১০ ওভারে একটি মেডেন সহ ২৯ রান দিয়ে দুটি উইকেট নেন। ৪১টি ডট বল দিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। আরেক পেসার রুবেলও পেয়েছেন দুই উইকেট।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় গবেষণা বাড়ানো হবে: কৃষিমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় গবেষণা বাড়ানো হবে: কৃষিমন্ত্রী
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
চোট কাটিয়ে অনুশীলনে সৌম্য, ফিরেছেন লিটনও
চোট কাটিয়ে অনুশীলনে সৌম্য, ফিরেছেন লিটনও
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০