X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আরও একটি জয় নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৮, ১৫:৪৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৬:১১

ঝড়ো গতিতে খেলে প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন গ্র্যান্ডহোম। লড়াইটা ছিল পাকিস্তানের চিরচেনা আগ্রাসী বোলিং বনাম নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান কলিন ডি গ্র্যান্ডহোম ও কলিন মুনরোর। তাতে জয়ী হয়েছে নিউজিল্যান্ডই। চতুর্থ ওয়ানডেতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

২৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে টপ অর্ডারে ঝড় তুলেছিলেন কলিন মুনরো। তার দ্রুতগতির ৫৬ রানে ওপেনিং জুটিতে আসে ৮৮। আরও বিধ্বংসী হয়ে উঠার আগে এই মুনরোকে মোহাম্মদ হাফিজের তালুবন্দি করান লেগ স্পিনার শাদাব খান। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়। তার বিদায়ের পরই খানিকটা ছন্দ পতন হয় কিউই ব্যাটিংয়ের। বিদায় নেন ওপেনার মার্টিন গাপটিল। ৩১ রানে ফেরেন শাদাব খানের বোলিংয়েই।  এরপর রস টেলর (১), টম ল্যাথামের (৮) বিদায়ে আরও বিপদ বাড়ে কিউইদের। ততক্ষণে স্কোর ছিল ৯৯ রানে ৪ উইকেট।

অধিনায়ক কেন উইলিয়ামসন হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে সেই বিপদ সামাল দিয়ে উঠেন।  যদিও বেশিক্ষণ থিতু হতে পারেননি কিউই অধিনায়ক।  হারিস সোহেলের বলে বিদায় নিতে হয় ৩২ রানে।

এরপর কলিন ডি গ্র্যান্ডহোম নামলে মূল প্রতিরোধ আসে তার কাছ থেকেই। সঙ্গী ছিলেন নিকোলস। এক্ষেত্রে নিকোলস ছিলেন কম আগ্রাসী।  ৭০ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত।  উল্টো দিকে বিধ্বংসী ছিলেন গ্র্যান্ডহোম। শেষ দিকে চার ছক্কা মেরে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৪০ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন এই তারকা। যেটা ছিল তার ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। এই ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছয়। এই দুই ব্যাটসম্যানে ভর করেই ৪৫.৫ ওভারে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

পাকিস্তানের পক্ষে ৪২ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন শাদাব খান।

এর আগে টস জিতে ব্যাট করে ৮ উইকেটে ২৬২ রান সংগ্রহ করে পাকিস্তান।  আর তাদের ইনিংসে বড় ধাক্কা হয়ে আসে শোয়েব মালিকের মাথায় আঘাত।  স্পিন বোলিংয়ে হেলমেট ছাড়াই খেলতে নেমেছিলেন ৩২তম ওভারে।  তখন তার সঙ্গী ছিলেন মোহাম্মদ হাফিজ।  রান নিতে গিয়ে কলিন মুনরোর থ্রো আঘাত করে তার মাথার পেছনে।  যার প্রভাবে ম্যাচের পরের ইনিংসে আর মাঠে নামেননি।  ৬ রানে বিদায় নিয়েছেন এই ঘটনার পরেই।  যদিও পাকিস্তানের মূল ভিত্তি দাঁড়িয়েছে শুরুতে ওপেনার ফখর জামান (৫৪), মিডল অর্ডারে হারিস সোহেলের (৫০), মোহাম্মদ হাফিজের (৮১) এবং শেষ দিকে অধিনায়ক সরফরাজের ৫১ রানে ভর করে।  কিন্তু এই পুঁজিতেও নিউজিল্যান্ডকে আটকে রাখতে পারেনি সফরকারীরা।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন টিম সাউদি। দুটি নেন কেন উইলিয়ামসন, একটি করে নেন ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার। 

এ নিয়ে ৫ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেলো নিউজিল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়