X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বোলারদের পারফরম্যান্সে হ্যালসেল খুশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ২১:০৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২১:০৩

বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল। ছবি-বিসিবি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে দারুণ খুশি টাইগারদের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল। ম্যাচের পরদিন বোলারদের প্রশংসার বন্যায় ভাসালেন তিনি।

আগামী শুক্রবার দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মঙ্গলবার শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে বাংলাদেশের অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হ্যালসেল। দুটো দুর্দান্ত ডেলিভারিতে পিটার মুর আর তেন্দাই চাতারার স্টাম্প এলোমেলো করে দেওয়া রুবেল হোসেনের প্রশংসা করে তিনি বললেন, ‘দলের তৃতীয় পেসার হিসেবে রুবেল দুর্দান্ত বোলিং করছে। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা যখন আক্রমণাত্মক মনোভাব নিয়ে ব্যাটিং করে, তখনই তাকে বোলিংয়ে নিয়ে আসা হয়। কাজটা অনেক কঠিন হলেও রুবেল ভালোভাবেই তার দায়িত্ব পালন করছে।’

রুবেলের মতো মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্সও দুর্দান্ত। ১০ ওভার বোলিং করে একটি মেডেন সহ ২৯ রান খরচ করে মোস্তাফিজের শিকারও দুই উইকেট। ৪১টি ‘ডট’ বল করা ‘কাটার মাস্টার’ কাঁধের ইনজুরির কারণে ছন্দে ছিলেন না দীর্ঘ দিন। ‘দ্য ফিজ’কে বল হাতে জ্বলে উঠতে দেখে দারুণ খুশি হ্যালসেল, ‘কাঁধের ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত দুই বছর লাগে। মোস্তাফিজ ইনজুরিতে পড়েছিল ১৮ মাস আগে। ইনজুরির কারণে তার কাটারের ধার কিছুটা হলেও কমে গিয়েছিল। তবে পরিশ্রম করে কাটারের কার্যকারিতা ফিরে পেয়েছে সে। আগামীতে আগের মোস্তাফিজকে দেখা যাবে।’

পরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, আর শ্রীলঙ্কা মানেই চন্ডিকা হাথুরুসিংহে। টাইগারদের সাবেক কোচ প্রসঙ্গে হ্যালসেলের মন্তব্য অবশ্য কিছুটা দার্শনিক সুলভ, ‘তিনি খুব ভালো কোচ, কিন্তু গতকাল তামিম ইকবাল রান পেয়েছে, সাকিব আল হাসান উইকেট পেয়েছে। চন্ডিকা কিন্তু মাঠে নেমে পারফর্ম করতে পারবেন না।’

সম্প্রতি শ্রীলঙ্কার পারফরম্যান্স খারাপ হলেও বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করেন তিনি, ‘শ্রীলঙ্কা শক্তিশালী দল, তারা চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের মতো দলকে হারিয়েছিল। আমরা জানি, তারা কেমন খেলতে পারে। ইদানীং হয়তো তাদের পারফরম্যান্স তেমন ভালো নয়, তবে তার মানে এই নয় যে তিন দিন পর তারা আমাদের সঙ্গে ভালো খেলবে না। শ্রীলঙ্কা দলে ম্যাথুজ আর লাকমালের মতো চমৎকার খেলোয়াড় রয়েছে। তারা যে কোনও সময় ম্যাচের চেহারা পাল্টে দিতে পারে।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা