X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আর্কাইভ-মিউজিয়াম নিয়ে কাজ চলছে: বিসিবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ২২:১১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২২:১১

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ছবি-বিসিবি জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শততম ওয়ানডের আয়োজন করলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। ম্যাচটি চলার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ক্রিকেট বিষয়ক মিউজিয়াম আর আর্কাইভ নিয়ে কাজ চলছে।

প্রথমবার বোর্ড সভাপতি হওয়ার পর মিরপুরে আর্কাইভ ও মিউজিয়াম নিয়ে কাজ করবেন বলে জানিয়েছিলেন নাজমুল হাসান। বুধবার এ প্রসঙ্গে তিনি জানালেন, ‘এ বিষয়ে আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি। তবে যেভাবে কাজ করতে চাইছি, সেটা হচ্ছে না। কারণ, আমাদের এখানে সুযোগ-সুবিধা অত্যন্ত সীমিত। বিদেশের অনেক স্টেডিয়ামে মাঠের বাইরে অনেক জায়গা থাকে। কিন্তু আমাদের এখানে তা নেই। আমরা অবশ্য পূর্বাচলে একটা স্টেডিয়াম বানাচ্ছি। আমাদের ঠিক করতে হবে, এখানে যা করছি, ওটাকে টার্গেট করে পূর্বাচলে কী কী করতে চাই।’

পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বিসিবি সভাপতির মন্তব্য, ‘জায়গাটা আমাদের জন্য বরাদ্দ হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে ফাইল গিয়েছিল। এখন প্রধানমন্ত্রীর দফতরে ফাইলটা আছে।’

ডেভিড বুনের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন বিসিবি সভাপতি। ছবি-বিসিবি মিরপুর স্টেডিয়ামে শততম ওয়ানডে ম্যাচ আয়োজন করে নাজমুল হাসান উচ্ছ্বসিত, ‘এটা একটা মাইলফলক। এই স্টেডিয়ামের প্রতি আমাদের আলাদা মোহ আছে। আশা করি, একদিন এই মাঠে ২০০-৩০০ ম্যাচ হবে।’

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ফেভারিট দল। বোর্ড সভাপতির আশা, তিন দেশের টুর্নামেন্টে এবার আর হতাশ হতে হবে না টাইগারদের, ‘বাংলাদেশ কখনও ত্রিদেশীয় সিরিজ জিততে পারিনি। এবার আমাদের সামনে সুযোগ আছে, আমরা  চ্যাম্পিয়ন হতে চাই।’

বুধবার ম্যাচ রেফারি হিসেবে শততম ম্যাচের দায়িত্ব পালন করলেন ডেভিড বুন। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনারের হাতে বিশেষ সম্মানসূচক ক্রেস্ট তুলে দিয়েছেন নাজমুল হাসান।  

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া