X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

টানা জয়ের পর হারলো বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৮, ১০:২৭আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১০:৩০

ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ নামিবিয়া ও কানাডার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা দুই জয়ে ফর্মে ছিল বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচ সেই ধারা ধরে রাখতে পারলো না তারা।

‘সি’ গ্রুপে তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারের পরও কোয়ার্টার ফাইনালের আশা টিকে আছে তাদের। আগামী ২০ জানুয়ারি ইংল্যান্ড কানাডাকে হারালেই গ্রুপ পর্ব উতরে যাবে বাংলাদেশ। ইংলিশদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে সমান ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা। ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে কানাডা।

বৃহস্পতিবার কুইন্সটাউনে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। টপ অর্ডার ও টেল এন্ডারদের ব্যর্থতায় ৪৯.২ ওভারে মাত্র ১৭৫ রানে অলআউট হয় তারা। মাত্র ২৭ রানে ৪ উইকেট হারালে আফিফ হোসেন ও আমিনুল ইসলামের ৯৪ রানের জুটি প্রতিরোধ গড়েছিল। ৩১ রানের দ্বিতীয় সেরা ইনিংস খেলে আমিনুল মাঠ ছাড়লে আবার ব্যাটিং ধসের মুখোমুখি হয় বাংলাদেশ।

৫৪ রানে শেষ ৬ উইকেট হারায় গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। আফিফ সর্বোচ্চ ৬৩ রান করেন। ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নেন ইথান ব্যাম্বার ও ইউয়ান উডস।

মাত্র ১৭৬ রানের লক্ষ্য দিয়ে ইংল্যান্ডকেও বিপদে ফেলেন বাংলাদেশের বোলাররা। ৪৯ রানের মধ্যে তাদের ৩ উইকেট তুলে নেন তারা। কিন্তু অধিনায়ক হ্যারি ব্রুক সামলে নেন বিপদ। উডসকে নিয়ে ১২৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। ৮৪ বলে ১৩ চার ও ৩ ছয়ে ১০২ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরাও হয়েছেন ব্রুক। দলের জয়ে তার সঙ্গী হিসেবে ৫৭ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন উডস। মাত্র ২৯.৩ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান করে ইংল্যান্ড।

হাসান মাহমুদ, কাজী অনিক ও নাঈম হাসান একটি করে উইকেট নেন বাংলাদেশের পক্ষে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
প্রসঙ্গ ‘অলক্তক’
প্রসঙ্গ ‘অলক্তক’
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে